সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে আলোড়ন তুলেছেন বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ও টেসলা ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী ইলন মাস্ক। টুইটার কেনার পর থেকে মাস্ক চাইলে আরও কী কী কিনতে পারতেন তা নিয়ে চলছে জোর আলোচনা। এর মাঝে ফুটবলের দলবদলবিষয়ক সাইট ট্রান্সফার মার্কেট বলছে, মাস্ক চাইলে রিয়াল-বার্সেলোনাসহ ১৫টি শীর্ষ স্থানীয় ক্লাব কিনতে পারতেন এই টাকায়।
টুইটার কিনতে মাস্কের খরচ হয়েছে সব মিলিয়ে ৪১ বিলিয়ন ইউরো। যদি টুইটার না কিনে ক্লাবগুলো কিনতেন, তবে মাস্কের হাতে আরও কিছু অর্থ অবশিষ্ট থাকত। এই ১৫টি শীর্ষ ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪০.৬৩ বিলিয়ন ইউরো।
যেখানে তার সবচেয়ে বেশি খরচ পড়ত বার্সেলোনা কিনতে। স্পেনের প্রভাবশালী এই ক্লাব কিনতে তাঁর খরচ হতো ৪.৪৯ বিলিয়ন ইউরো। আর ইউরোপের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদকে কিনতে তার খরচ পড়ত ৪.৪৮ বিলিয়ন ইউরো।
এরপর তিন নম্বর দামি ক্লাব হিসেবে তিনি কিনতে পারতেন বায়ার্ন মিউনিখকে। টানা ১০ বুন্দেসলিগা শিরোপা জেতা ক্লাবটি কিনতে তাঁর খরচ হতো ৩.৯৮ বিলিয়ন ইউরো। মেসি-নেইমারদের পিএসজি কিনতে খরচ হতো ২.৩৬ বিলিয়ন ইউরো। এ ছাড়া মাস্ক অন্য যেসব ক্লাব কিনতে পারতে সেগুলোর মধ্যে লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও চেলসিও রয়েছে।
যে ১৫টি ক্লাব কিনতে পারতেন ইলন মাস্ক (বিলিয়ন ইউরো)
ক্লাবের নাম মূল্য
বার্সেলোনা ৪.৪৯
রিয়াল ৪. ৪৮
বায়ার্ন ৩.৯৮
ম্যানইউ ৩. ৯৬
লিভারপুল ৩.৮৭
ম্যানসিটি ৩. ৭৭
চেলসি ৩.০২
আর্সেনাল ২. ৬৪
পিএসজি ২.৩৬
টটেনহাম ২. ১৭
জুভেন্টাস ১.৮৪
বরুসিয়া ১. ৭৯
আতলেতিকো ০.৯৪
ইন্টার ০. ৭০
এভারটন ০.৬২
জাতীয় নারী হ্যান্ডবল প্রতিযোগিতার প্রথম পর্ব থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার ও বাংলাদেশ পুলিশ। ‘এ’ গ্রুপ থেকে ৩ ম্যাচে ৯ পয়েন্ট আনসারের। ‘বি’ গ্রুপ থেকে ৪ ম্যাচের সব কটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ।
৬ ঘণ্টা আগেনেপাল ম্যাচ সামনে রেখে চলছে বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্প। কিন্তু এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড অনুশীলনে পাননি কোচ হাভিয়ের কাবরেরা। বাধা হয়ে দাঁড়িয়েছে বসুন্ধরা কিংস। চোটে পড়ার ঝুঁকির কারণ দেখিয়ে জাতীয় দলে ডাক পাওয়া নিজেদের ১০ ফুটবলারকে ছাড়পত্র দেয়নি তারা। এ নিয়ে বাফুফে ও বসুন্ধরা কিংসের মধ্যে চলছে...
৯ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বাংলাদেশ সময় আগামীকাল ১০টা ৩০ মিনিটে শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এমন সময়ে দলে হঠাৎ পরিবর্তন আনল দক্ষিণ আফ্রিকা।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে গত কয়েক দিন ধরে চলছে ফিটনেস ক্যাম্প ও স্কিল অনুশীলন। লিটন দাস, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্তদের অনুশীলন সেশন করিয়েছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। অনুশীলনে শিষ্যরা কী করছেন, সবই কেলি বিশেষ একটা ডিভাইসের মাধ্যমে ধরতে পারেন।
১১ ঘণ্টা আগে