দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
দীর্ঘ ৬৪ বছর পর আবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছে ওয়েলস। গতকাল স্বপ্নের কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছেন দলটির কোচ রবার্ট পেজ। চোটে আক্রান্ত দেশটির দুই তারকা ফুটবলার গ্যারেথ বেল ও জো অ্যালেনকে রেখেই ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন পেজ।
বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন বেল। তবে গ্রুপের সব ম্যাচ সাবেক রিয়াল মাদ্রিদ তারকা খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। কেননা, ফিটনেস সমস্যায় ভুগেছেন তিনি। তবে পেজ সবচেয়ে বড় ঝুঁকি নিয়েছেন মিডফিল্ডার অ্যালেনকে স্কোয়াডে নিয়ে। হ্যামস্ট্রিংয়ের চোটে ক্লাব সোয়ানসি সিটির হয়ে শেষ ১০ ম্যাচ খেলতে পারেননি এই অভিজ্ঞ মিডফিল্ডার।
অ্যালেন সব ম্যাচে খেলতে না পারলে মাঝমাঠের নেতৃত্ব দেবেন অ্যারন রামসি-হ্যারি উইলসনরা। বিশ্বকাপে সুযোগ না পাওয়াদের মধ্যে বড় নাম হচ্ছেন ওয়েস বার্নস ও টাইলার রবার্টস। দলটির স্কোয়াডে আর কোনো চমক নেই। সম্ভাব্য সব ফুটবলারই জায়গা পেয়েছেন পেজের স্কোয়াডে।
কাতার বিশ্বকাপে ওয়েলসের দল:
গোলরক্ষক: ড্যানি ওয়ার্ড. অ্যাডাম ডেভিস, ওয়েন হেনেসি।
ডিফেন্ডার: নিকো উইলিয়ামস, ইথান আম্পাদু, বেন কাবাঙ্গো, বেন ডেভিস, ক্রিস গান্টার, টম লকার, কন্নর রবার্টস, জো রোডোন, ক্রিস মেফাম।
মিডফিল্ডার: অ্যারন রামসি, জো অ্যালেন, হ্যারি উইলসন, রুবিন কলউইল, ডিলান লেভিট, জো মোরেল, ম্যাথু স্মিথ, সোরবা থমাস, জনি উইলিয়ামস।
ফরোয়ার্ড: গ্যারেথ বেল, মার্ক হারিস, ড্যান জেমস, ব্রেন্নান জনসন, কিয়েফার মুর।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে