অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।
অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।
চট্টগ্রাম টেস্টে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। আলাদা করে মেহেদী হাসান মিরাজই কেড়ে নিয়েছেন ম্যাচের আলো। লেজের ব্যাটারদের নিয়ে বাংলাদেশের প্রথম ইনিংস নিয়ে গেছেন ৪৪৪ রানে। দল পায় ২১৭ রানের লিড। ৭ উইকেটে ২৯১ রান নিয়ে তৃতীয় দিন ব্যাটিং নামে আজ স্বাগতিকেরা। টেলএন্ডার ব্যাটারদের নিয়ে মিরা
১ ঘণ্টা আগেবৃষ্টির কারণে ম্যাচের পরিধি কমিয়ে নির্ধারণ হয় ২৮ ওভারে। শেষে ওভার পুরোপুরি খেলা হয়নি আলোকস্বল্পতার কারণে। কিন্তু যত ওভার হয়েছে, তাতে বাংলাদেশের জয় আটকানো গেল না। কলম্বোয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ডিএল মেথডে ৩৯ রানে হারিয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ যুবারা।
২ ঘণ্টা আগে২০২২ বিশ্বকাপের পর থেকেই ব্রাজিল ফুটবল দলের লেজেগোবরে অবস্থা। এই সময়ে ৩ জন কোচ পরিবর্তন হলেও পরিবর্তন আসেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটির পারফরম্যান্সে। এবার তাই দলের জন্য হাইপ্রোফাইল কোচ নিয়োগের জন্য উঠে পড়ে লেগেছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াদের কোচ হিসেবে রিয়া
৩ ঘণ্টা আগেব্যাট হাতে দুর্দান্ত এক সেঞ্চুরিতে দলের প্রয়োজন মিটিয়েছেন। সেঞ্চুরির পর বোলিংয়েও মেহেদী হাসান মিরাজের ভেলকি। ৫ উইকেট নিয়ে তৃতীয় সেশনে একাই যেন ধসিয়ে দিলেন জিম্বাবুয়েকে। তাইজুল-মিরাজের সৌজন্যে তিন দিনেই জিম্বাবুয়েকে গুঁড়িয়ে সিরিজ বাঁচাল বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে সফরকারীদের ইনিংস ও ১০৬ রানের বড়
৩ ঘণ্টা আগে