অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।
অতীতে এমন দৃশ্য ফুটবলে সচরাচর ঘটত—গোল দেওয়ার পর পরনের জার্সি খুলে উদ্যাপন করছেন ফুটবলাররা। কিন্তু এখন নিয়ম বদলে গেছে। গোল দেওয়ার পর কোনোভাবেই জার্সি খোলা যাবে না। যদি কোনো ফুটবলার সাহস করেন, তাহলে তাঁকে হলুদ কার্ড দেখানো হবে।
ব্রাজিলের বিপক্ষে গতকাল গোল দেওয়ার পর এমনই ধৃষ্টতা দেখিয়েছেন ভিনসেন্ট আবুবকর। এর শাস্তিস্বরূপ ফলও পেয়েছেন ক্যামেরুনের অধিনায়ক। জার্সি খুলে ফেলার অপরাধে লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
গ্রুপের শেষ ম্যাচে গতকাল আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে হারায় ক্যামেরুন। পুরো ম্যাচে আক্রমণের পর আক্রমণ করেও যখন গোল পাচ্ছিল না ব্রাজিল, তখন অতিরিক্ত সময়ে গোল করে বসে ক্যামেরুন। ৯২ মিনিটে দলকে জয়সূচক গোলটি এনে দেন অধিনায়ক। এর পরই জার্সি খুলে বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন এই ফরোয়ার্ড। এর শাস্তি হিসেবে সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখান রেফারি। ম্যাচে এটি দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ডে মাঠ ছাড়তে হয় তাঁকে।
তবে, লাল কার্ড পাওয়ার সময় আবুবকরের মুখে কোনো হতাশা ছিল না। বরং, হাসিমুখেই মাঠ ছেড়েছেন তিনি। হাসিটা অবশ্য থাকারই কথা তাঁর। কেননা, আফ্রিকার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জয় পায় ক্যামেরুন। এমন স্মরণীয় মুহূর্তের নায়ক আবার তিনি। এ ছাড়া বিশ্বকাপে ২০ বছর পর তাঁর গোলেই প্রথম জয়ও পেয়েছে আফ্রিকার দেশটি। সে হিসাবে হয়তো লাল কার্ডকে তাঁর শাস্তি মনেই হয়নি। মাঠ ছাড়ার সময় যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাতাহর সঙ্গে হাতও মিলিয়েছেন ক্যামেরুনের অধিনায়ক।
লাল কার্ডে আফসোস না থাকলেও দলকে দ্বিতীয় রাউন্ডে তুলতে না পারার আক্ষেপ হয়তো পোড়াবে আবুবকরকে। শেষ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারালেও অন্য ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৩-২ গোলে জয় পাওয়ায় সুইজারল্যান্ড সুযোগ পেয়েছে শেষ ষোলোতে।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
২ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৪ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৫ ঘণ্টা আগে