ক্রীড়া ডেস্ক
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। ১০ জুন জামালরা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবেন।
আরও পড়ুন:
বাংলাদেশে আজ উদযাপন করা হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সামাজিক মাধ্যমে চোখ পড়লেই দেখা যাচ্ছে ঈদ উদযাপনের ছবি। ঈদের দিন পায়জামা-পাঞ্জাবি পরে সবাই একে অপরের সঙ্গে আলিঙ্গন করছেন এবং ঈদ মোবারক বলে ঈদের শুভেচ্ছা জানাচ্ছেন। দেশের খেলোয়াড়, জনসাধারণ সবাই ঈদ উৎসবে শামিল হচ্ছেন।
ভক্তদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ারাও। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) গত রাতে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে বাফুফে লিখেছে, ‘হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়া সবাইকে ঈদ মোবারক বলে শুভেচ্ছা জানিয়েছেন।’ ভিডিওতে হামজা বলেন, ‘আমি এবং আমার পরিবারের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ সবার মঙ্গল করুন। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে ইনশা-আল্লাহ।’ একই ভিডিওতে জামাল বলেন, ‘ঈদ মোবারক। পরিবারের সঙ্গে সবাই সময়টা উপভোগ করছেন বলে আশা করছি। সবাই ভালো থাকুন।’
বাংলাদেশের ক্রিকেটাররা গত রাত থেকেই ঈদের ছবি পোস্ট করা শুরু করেছেন। গতকাল আরবি শাওয়াল মাসের চাঁদ দেখার পরপরই ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সময়টা কাটছে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়রা পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারলেও বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের সেই সুযোগ যে নেই। কারণ, ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব সামনে রেখে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিগার সুলতানা জ্যোতিদের চলছে প্রস্তুতি ক্যাম্প। সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে আজ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। আগামীকাল ও পরশু দুই দিন চলবে প্রস্তুতি। ৩ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ১০টায় পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেবে জ্যোতিদের বিমান।
২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভারত। সেই ম্যাচ গোলশূন্য ড্র হলেও ভারতকে অনেক কাঁপিয়েছিল বাংলাদেশ। ইন্টারসেপশন, বল ক্লিয়ারেন্স, ট্যাকল—সবখানেই মুনশিয়ানা দেখিয়েছিলেন বাংলাদেশের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। পরের দিন (২৬ মার্চ) বাংলাদেশ ফুটবল দলের সঙ্গে দেশে ফিরেছিলেন হামজা। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলার ২৭ মার্চ ইংল্যান্ডের বিমান ধরেছিলেন। ১০ জুন জামালরা এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের ম্যাচে সিঙ্গাপুরকে আতিথেয়তা দেবেন।
আরও পড়ুন:
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে