ক্রীড়া ডেস্ক
হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরান দেখেছেন লাল কার্ড। প্রতিপক্ষ ফুটবলারের পিঠে চাপড় মারার কারণে রেফারি দুরানকে লাল কার্ড দেখান। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রোনালদো তৎক্ষণাৎ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্ষিপ্ত হয়ে বল লাথি মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে। এই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর।
আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। ৪৭ মিনিটে গোলমুখ খোলেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। সমতাসূচক গোল ৫৫ মিনিটে করেছেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড জর্জিনিও ভিনালদাম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে এই গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি আল নাসরের। ৫৫ মিনিটে এই গোলটি করেছেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।
যে ফাতিলের গোলে আল নাসর এগিয়ে যায়, তিনিই ৮২ মিনিটে আত্মঘাতী গোল করে আল ইত্তিফাককে সমতায় ফিরিয়েছেন। ২-২ সমতায় থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন ভিনালদাম। জয়সূচক গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। ৩-২ গোলে হারের পর আল নাসরের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে।
How Ronaldo reacted to Duran’s red card. Robbery pic.twitter.com/C75oE1qRlb
— Trey (@UTDTrey) February 21, 2025
৫২ ও ৪৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে আল ইত্তিহাদ ও আল হিলাল। দুটি দলই খেলেছে ২০টি করে ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটি আল কাদিসিয়া।
হুট করে মাথা গরম করার ঘটনা ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে একেবারে নতুন কিছু নয়। কখনো দর্শকদের প্রতি, কখনো সতীর্থ বা প্রতিপক্ষের ফুটবলার, কখনোবা রেফারিদের সঙ্গে রোনালদোর লেগে যায়। সৌদি প্রো লিগে গত রাতে পর্তুগিজ তারকা ফরোয়ার্ড মেজাজ ধরে রাখতে পারেননি।
রিয়াদের আল আওয়াল পার্কে গত রাতে সৌদি প্রো লিগে আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের অতিরিক্ত সময়ের খেলা চলছে। ৯০ মিনিটের পর অতিরিক্ত ২ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরান দেখেছেন লাল কার্ড। প্রতিপক্ষ ফুটবলারের পিঠে চাপড় মারার কারণে রেফারি দুরানকে লাল কার্ড দেখান। এমন সিদ্ধান্তে অসন্তুষ্ট রোনালদো তৎক্ষণাৎ রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। কথা কাটাকাটির এক পর্যায়ে পর্তুগিজ ফরোয়ার্ড ক্ষিপ্ত হয়ে বল লাথি মেরে গ্যালারিতে পাঠিয়ে দেন। সামাজিক মাধ্যমে রোনালদোর এমন কাণ্ড ছড়িয়ে পড়েছে। এই ম্যাচে আল ইত্তিফাকের কাছে ৩-২ গোলে হেরেছে আল নাসর।
আল নাসর-আল ইত্তিফাক ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য ড্র হয়েছে। ৪৭ মিনিটে গোলমুখ খোলেন আল নাসরের আয়মান ইয়াহিয়া। সমতাসূচক গোল ৫৫ মিনিটে করেছেন আল ইত্তিফাকের ফরোয়ার্ড জর্জিনিও ভিনালদাম। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্যে এই গোলের সিদ্ধান্ত দিতে হয়েছে। ব্যবধান বাড়াতে খুব একটা সময় লাগেনি আল নাসরের। ৫৫ মিনিটে এই গোলটি করেছেন দলটির ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল।
যে ফাতিলের গোলে আল নাসর এগিয়ে যায়, তিনিই ৮২ মিনিটে আত্মঘাতী গোল করে আল ইত্তিফাককে সমতায় ফিরিয়েছেন। ২-২ সমতায় থাকা ম্যাচে ব্যবধান গড়ে দেন ভিনালদাম। জয়সূচক গোলটি তিনি করেন ৮৯ মিনিটে। ৩-২ গোলে হারের পর আল নাসরের পয়েন্ট ২১ ম্যাচে ৪৪। সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় রোনালদোর দল অবস্থান করছে চার নম্বরে।
How Ronaldo reacted to Duran’s red card. Robbery pic.twitter.com/C75oE1qRlb
— Trey (@UTDTrey) February 21, 2025
৫২ ও ৪৮ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগের পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে রয়েছে আল ইত্তিহাদ ও আল হিলাল। দুটি দলই খেলেছে ২০টি করে ম্যাচ। বাংলাদেশ সময় আজ রাতে মুখোমুখি হবে দল দুটি। ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে পয়েন্ট তালিকার তিনে থাকা দলটি আল কাদিসিয়া।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১২ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১২ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৩ ঘণ্টা আগে