Ajker Patrika

মেসিদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে মনোবিদ আনছে পিএসজি

আপডেট : ২৬ জুলাই ২০২২, ১২: ২২
মেসিদের চ্যাম্পিয়নস লিগ জেতাতে মনোবিদ আনছে পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর থেকে গুঞ্জনটা শোনা যাচ্ছিল। অবশেষে কোচিং স্টাফে মনোবিদ যোগ করার সেই সিদ্ধান্তটা নিয়েই নিল প্যারিস সেন্ট জার্মেই (কর্তৃপক্ষ)। আগামী মৌসুমে লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে কাজ শুরু করবেন মনোবিদ। 

লিগ ওয়ানে নিয়মিত সাফল্য পেলেও চ্যাম্পিয়নস লিগ শিরোপা এখনো অধরাই থেকে গেছে পিএসজির। লম্বা সময় এই শিরোপার জন্য অপেক্ষায় আছে প্যারিস পরাশক্তিরা। এ লক্ষ্যে দলে বিশ্বের অন্যতম সেরা তারকাদের নিয়েও এসেছে তারা। তবে এর পরও মেলেনি সাফল্য। গত মৌসুমে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়েছিল মেসি-নেইমারদের। এরপর দলকে মানসিকভাবে চাঙা করতে পিএসজি মনোবিদ আনতে যাচ্ছে বলেও শোনা যায়। অবশেষে নতুন স্পোর্টিং ডিরেক্টর লুইস কেম্পাস ও ক্রিস্টোফে গালতিয়েরের অধীনে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ। 

এই মুহূর্তে পিএসজি কোচিং স্টাফে কোনো পেশাদার স্পোর্টস সাইকোলজিস্ট নেই। তাই এটি পিএসজির নতুন উদ্যোগই বলা যায়। তবে শুধু চিকিৎসক দলে পিএসজি শুধু মনোবিদই যোগ করছে না, তারা দলের পুষ্টিবিদও নিয়োগ দিতে যাচ্ছে বলে জানা গেছে। 

এদিকে প্রাকমৌসুম প্রস্তুতির সময়টাও দারুণভাবে পার করছে পিএসজি। গতকাল রাতে জাপানি ক্লাব গাম্বা ওসাকাকে ৬-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল পেয়েছেন নেইমার। ১টি করে গোল করেছেন মেসি ও এমবাপ্পে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত