ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ চারেক বাকি থাকতে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল স্বাগতিক জার্মানি। কোচ হুলিয়ান নাগেলসমানের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসের।
ইউরোতে গতবারের মতো এবারও ২৬ সদস্যের স্কোয়াড দিতে পারবে দলগুলো। জার্মানির এই প্রাথমিক দল থেকে বাদ পড়বেন একজন। চূড়ান্ত দলে কার জায়গা হবে না সেটি জানা যাবে ভবিষ্যতে।
তবে বয়সের দোহায় দিয়ে হামেলসকে দলে রাখেননি নাগেলসমান। বরুসিয়া ডর্টমুন্ডকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৫ বছর বয়সী তারকা। তারপরও জায়গা হয়নি তাঁর। নাগেলসমান যে তাঁকে দলে রাখবেন না, সেই গুঞ্জন আগে থেকেই ছিল। জার্মান কোচ দলে রাখেননি ডর্টমুন্ডের আরেক তারকা হুলিয়ান ব্রান্ডকেও।
তবে ৩৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আছেন ও অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী মিডফিল্ডার টনি ক্রুস আছেন জার্মান দলে। নেই বায়ার্নের লিওঁ গোরেৎজেকা ও সের্হে নাব্রি। হ্যামস্ট্রিং চোটের কারণে নেই টটেনহাম স্ট্রাইকার টিমো ভেরনার।
১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। উদ্বোধনী ম্যাচে জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। তার আগে চূড়ান্ত দল ঘোষণা করে ইউক্রেন ও গ্রিসের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
গত দুই বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয় জার্মানদের। গত ২০২০ ইউরোতেও একই ভাগ্য বরণ করতে হয় তাদের। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সেবার তাদের অভিযান শুরু করেছিল মিউনিখে ১৪ জুন, স্কটিশদের বিপক্ষে। এবার ইউরোতেও সেই একই তারিখ ও প্রতিপক্ষে বিপক্ষে মিউনিখে অভিযান শুরু করবে জার্মানি।
জার্মানির ইউরো প্রাথমিক দল
গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
রক্ষণভাগ: ভালদেমার অ্যান্টন, বেনিয়ামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুদিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ।
মাঝমাঠ: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ।
আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।
ঘরের মাটিতে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট শুরুর সপ্তাহ চারেক বাকি থাকতে ২৭ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করল স্বাগতিক জার্মানি। কোচ হুলিয়ান নাগেলসমানের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার ম্যাট হামেলসের।
ইউরোতে গতবারের মতো এবারও ২৬ সদস্যের স্কোয়াড দিতে পারবে দলগুলো। জার্মানির এই প্রাথমিক দল থেকে বাদ পড়বেন একজন। চূড়ান্ত দলে কার জায়গা হবে না সেটি জানা যাবে ভবিষ্যতে।
তবে বয়সের দোহায় দিয়ে হামেলসকে দলে রাখেননি নাগেলসমান। বরুসিয়া ডর্টমুন্ডকে এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে টিকিট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ৩৫ বছর বয়সী তারকা। তারপরও জায়গা হয়নি তাঁর। নাগেলসমান যে তাঁকে দলে রাখবেন না, সেই গুঞ্জন আগে থেকেই ছিল। জার্মান কোচ দলে রাখেননি ডর্টমুন্ডের আরেক তারকা হুলিয়ান ব্রান্ডকেও।
তবে ৩৮ বছর বয়সী বায়ার্ন মিউনিখ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার আছেন ও অবসর ভেঙে ফেরা রিয়াল মাদ্রিদের ৩৪ বছর বয়সী মিডফিল্ডার টনি ক্রুস আছেন জার্মান দলে। নেই বায়ার্নের লিওঁ গোরেৎজেকা ও সের্হে নাব্রি। হ্যামস্ট্রিং চোটের কারণে নেই টটেনহাম স্ট্রাইকার টিমো ভেরনার।
১৪ জুন থেকে শুরু হবে ইউরো কাপ। উদ্বোধনী ম্যাচে জার্মানি মুখোমুখি হবে স্কটল্যান্ডের। তার আগে চূড়ান্ত দল ঘোষণা করে ইউক্রেন ও গ্রিসের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে জার্মানি। ‘এ’ গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হাঙ্গেরি ও সুইজারল্যান্ড।
গত দুই বিশ্বকাপ (২০১৮ ও ২০২২) বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে ঘরে ফিরতে হয় জার্মানদের। গত ২০২০ ইউরোতেও একই ভাগ্য বরণ করতে হয় তাদের। ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা সেবার তাদের অভিযান শুরু করেছিল মিউনিখে ১৪ জুন, স্কটিশদের বিপক্ষে। এবার ইউরোতেও সেই একই তারিখ ও প্রতিপক্ষে বিপক্ষে মিউনিখে অভিযান শুরু করবে জার্মানি।
জার্মানির ইউরো প্রাথমিক দল
গোলরক্ষক: অলিভার বাউমান, ম্যানুয়েল নয়্যার, আলেক্সান্ডার নুবেল, মার্ক-আন্দ্রে টের স্টেগেন।
রক্ষণভাগ: ভালদেমার অ্যান্টন, বেনিয়ামিন হেনরিকস, জশুয়া কিমিখ, রবিন কচ, ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টাড, ডেভিড রাউম, আন্তোনিও রুদিগার, নিকো শ্লটারবেক, জোনাথন টাহ।
মাঝমাঠ: রবার্ট আনড্রিখ, ক্রিস ফুরিখ, পাসকাল গ্রো, ইকলায় গুনদোয়ান, টনি ক্রুস, জামাল মুসিয়ালা, আলেক্সান্দার পাভলোভিচ, লেরয় সানে, ফ্লোরিয়ান উইর্টজ।
আক্রমণভাগ: ম্যাক্সিমিলিয়ান বেইয়ের, নিকলাস ফুলক্রুগ, কাই হাভার্টজ, টমাস মুলার ও ডেনিস উনদাব।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১৮ মিনিট আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
৪ ঘণ্টা আগে