ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার পথে হুলিয়ান আলভারেসের ছিল অসামান্য অবদান। বিশ্বকাপে ৪টি গোলও করেছেন এই ফরোয়ার্ড। গতকাল গোল না পেলেও পুরো মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে রেখেছিলেন আলভারেস।
চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, মাস দুয়েক আগেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার ইঙ্গিত পেয়েছিলেন আলভারেস। সেই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
গত অক্টোবরের ইএসপিএন এআরকে দেওয়া সাক্ষাৎকারে আলভারেস নিজেই সেটি জানিয়েছেন। ম্যানসিটি ফরোয়ার্ড বলেছিলেন, ‘বিশ্বকাপ কারা জিততে পারে সেটা নিয়ে পেপ (গার্দিওলা), রদ্রি আর দলের পর্তুগিজ খেলোয়াড়েরা আলোচনা করছিল। খেলোয়াড়দের মুখে পর্তুগাল-ফ্রান্সসহ আরও কয়েকটি ইউরোপিয়ান দলের নাম শুনতে পেলাম। ওদেরকে তখন পেপ বললেন, “বিশ্বকাপ জেতার এখানে সবচেয়ে বড় দাবিদার কে জানো? ” ওরা কিছু না বলে পেপের দিকে তাকিয়ে থাকল। পেপ তখন শুধু আমার দিকে আঙুল উঁচিয়ে তাঁর উত্তরটা দিয়ে দিলেন।’
লিওনেল মেসির স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ সারথি আর্জেন্টিনার কোরদোবার কালচিন এলাকায় বেড়ে ওঠা আলভারেস। এলএম-টেনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের এক বড় স্বপ্নপূরণ হয়ে গেছে তাঁরও। শৈশব থেকেই তিনি স্বপ্ন দেখতেন মেসির সঙ্গে খেলবেন। সেই স্বপ্ন এখন বাস্তব।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলভারেসকে মনে করা হচ্ছে, আর্জেন্টিনার পরবর্তী ফুটবল ‘সুপারস্টার’। সেমিফাইনালে ক্রোয়েশিয়া বধের চ্যালেঞ্জটা নিজের কাঁধেই যেন তুলে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। আর্জেন্টিনার ৩টি গোলই এসেছিল তাঁর সৌজন্যে। গত গ্রীষ্মের দলবদলে রিভার প্লেটে থেকে দুই কোটি ইউরোয় আলভারেসকে উড়িয়ে নিয়েছেন সিটিতে।
আলভারেসের বড় গুণ, যেকোনো পজিশনে খেলতে পারেন। সেন্টার ফরোয়ার্ড হলেও বিশ্বকাপে স্কালোনি তাঁকে লেফট উইঙ্গার হিসেবেও খেলিয়েছেন। যেকোনো পজিশনেই আসলে খেলতে পারেন এই ‘লিটল স্পাইডার’। চটপটে, পরিশ্রমী, গতি, নিখুঁত ফিনিশিং আর আক্রমণাত্মক শরীরভাষা—আর্জেন্টিনা আলভারেসকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখতেই পারে।
ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর ফুটবল বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। চ্যাম্পিয়ন হওয়ার পথে হুলিয়ান আলভারেসের ছিল অসামান্য অবদান। বিশ্বকাপে ৪টি গোলও করেছেন এই ফরোয়ার্ড। গতকাল গোল না পেলেও পুরো মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়দের চাপে রেখেছিলেন আলভারেস।
চ্যাম্পিয়ন হওয়ার পর এখন আরও একটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। কারণ, মাস দুয়েক আগেই আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার ইঙ্গিত পেয়েছিলেন আলভারেস। সেই ইঙ্গিত দিয়েছিলেন তাঁর ক্লাব ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা।
গত অক্টোবরের ইএসপিএন এআরকে দেওয়া সাক্ষাৎকারে আলভারেস নিজেই সেটি জানিয়েছেন। ম্যানসিটি ফরোয়ার্ড বলেছিলেন, ‘বিশ্বকাপ কারা জিততে পারে সেটা নিয়ে পেপ (গার্দিওলা), রদ্রি আর দলের পর্তুগিজ খেলোয়াড়েরা আলোচনা করছিল। খেলোয়াড়দের মুখে পর্তুগাল-ফ্রান্সসহ আরও কয়েকটি ইউরোপিয়ান দলের নাম শুনতে পেলাম। ওদেরকে তখন পেপ বললেন, “বিশ্বকাপ জেতার এখানে সবচেয়ে বড় দাবিদার কে জানো? ” ওরা কিছু না বলে পেপের দিকে তাকিয়ে থাকল। পেপ তখন শুধু আমার দিকে আঙুল উঁচিয়ে তাঁর উত্তরটা দিয়ে দিলেন।’
লিওনেল মেসির স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ সারথি আর্জেন্টিনার কোরদোবার কালচিন এলাকায় বেড়ে ওঠা আলভারেস। এলএম-টেনের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের এক বড় স্বপ্নপূরণ হয়ে গেছে তাঁরও। শৈশব থেকেই তিনি স্বপ্ন দেখতেন মেসির সঙ্গে খেলবেন। সেই স্বপ্ন এখন বাস্তব।
বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে আলভারেসকে মনে করা হচ্ছে, আর্জেন্টিনার পরবর্তী ফুটবল ‘সুপারস্টার’। সেমিফাইনালে ক্রোয়েশিয়া বধের চ্যালেঞ্জটা নিজের কাঁধেই যেন তুলে নিয়েছিলেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড। আর্জেন্টিনার ৩টি গোলই এসেছিল তাঁর সৌজন্যে। গত গ্রীষ্মের দলবদলে রিভার প্লেটে থেকে দুই কোটি ইউরোয় আলভারেসকে উড়িয়ে নিয়েছেন সিটিতে।
আলভারেসের বড় গুণ, যেকোনো পজিশনে খেলতে পারেন। সেন্টার ফরোয়ার্ড হলেও বিশ্বকাপে স্কালোনি তাঁকে লেফট উইঙ্গার হিসেবেও খেলিয়েছেন। যেকোনো পজিশনেই আসলে খেলতে পারেন এই ‘লিটল স্পাইডার’। চটপটে, পরিশ্রমী, গতি, নিখুঁত ফিনিশিং আর আক্রমণাত্মক শরীরভাষা—আর্জেন্টিনা আলভারেসকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখতেই পারে।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৫ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩২ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে