Ajker Patrika

সিরিয়ার সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরিয়ার সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের যুবারা

সিরিয়া কী মানের দল, সেটা হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশের যুবারা। গতকাল শনিবার এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম ম্যাচেই সিরিয়ার কাছে ৪-০ গোলে হেরেছেন মিরাজুলরা। 

বৃষ্টি বাগড়ায় এ দিন বিলম্বে শুরু হয় ম্যাচটি। আর মাঠে নামার পাঁচ মিনিটের মাথায় প্রথম গোল হজম করে ফেলে বাংলাদেশ। এরপর ম্যাচে সমতা ফেরার আগেই ব্যবধান দ্বিগুণ করে ফেলে সিরিয়া। প্রথমার্ধে দুই একটি আক্রমণ ছাড়া আশা জাগানিয়া তেমন কিছুই করতে পারেনি মারুফুল হকের দল। তাতে ২-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। 

বিরতির পর লাল জার্সিদারিদের আক্রমণের গতি আরও বাড়ে। বাংলাদেশের যুবারা কিছুতেই সেই গতির সঙ্গে কুলিয়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে আরও দুবার বাংলাদেশের জালে বল জড়ায় সিরিয়া। 

এর আগে দেশ ছাড়ার সময় এই টুর্নামেন্ট নিয়ে নিরাশার কথা শুনিয়েছিলেন অনূর্ধ্ব-২০ দলের কোচ মারুফুল হক। প্রথম ম্যাচেই সেই ছায়া দেখা গেল। 

গ্রুপ পর্বে ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের খেলা গুয়ামের বিপক্ষে। ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে পরের দুটি ম্যাচ যথাক্রমে ২৭ ও ২৯ সেপ্টেম্বর। এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বে ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও ৬ সেরা রানার্সআপ খেলবে ২০২৫ সালের চূড়ান্ত পর্বে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত