এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন।
মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।
এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন।
মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে