এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন।
মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।
এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে।
বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে।
সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন।
মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৯ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১১ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে