Ajker Patrika

গোপালগঞ্জে ব্রাজিলিয়ানদের গোল উৎসব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গোপালগঞ্জে ব্রাজিলিয়ানদের গোল উৎসব

৭৯ মিনিটে গেরো খুললেন। পরে করলেন আরেকটি। দরিয়েলতন গোমেজের দুই গোলে সহজেই জিততে পারত বসুন্ধরা কিংস। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জালে আরেক গোল দিয়ে ব্যবধান বড় করলেন রবসন রবিনহো। দুই ব্রাজিলিয়ানের গোলে শেখ জামালের বিপক্ষে সহজেই জিতেছে বসুন্ধরা।

একটা সময় মনে হচ্ছিল, এবারের বিপিএলে প্রথমবারের মতো পয়েন্ট হারাতে যাচ্ছে বসুন্ধরা কিংস। গোলপোস্টের নিচে এমনই প্রতিরোধ গড়লেন শেখ জামাল গোলরক্ষক মাহফুজ হাসান প্রীতম, আক্রমণ গড়েও সুবিধা গড়তে পারছিল না পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বসুন্ধরা।

অবশেষে প্রতিরোধ ভাঙল শেখ জামালের। ভেঙে পড়ল রীতিমতো তাসের ঘরের মতো! ৭৯ মিনিটে প্রথম গোল পাওয়া বসুন্ধরা ম্যাচটা জিতেছে ৩-০ গোলে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দরিয়েলতন গোমেজ গোলের শুরুটা করেছিলেন। অতিরিক্ত সময়ে করলেন আরেকটি গোল। ব্রাজিলের আরেক ফরোয়ার্ড রবসন রবিনহোর গোলে চারে চার হয়েছে টানা চারবারের লিগ চ্যাম্পিয়নদের। আজ দিনের আরেক ম্যাচে ফর্টিস এফসি ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটি ক্লাবের সঙ্গে।

টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্টে টেবিলের শীর্ষস্থানটা যথারীতি দখলে বসুন্ধরার। এবারের লিগে সময়টা ভালো যাচ্ছে না তিনবারের লিগ সেরা জামালের। গতকালকের হার-সহ চার ম্যাচের তিনটিতেই হেরেছে কোচবিহীন দলটা। চমক দেখিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে রহমতগঞ্জ। এখন পর্যন্ত সবগুলো ম্যাচে ড্র করেছে গতবার অবনমন ঠেকিয়ে দেওয়া দলটা। রহমতগঞ্জের সমান ৪ পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে সাতে অবস্থান ফর্টিসের। মাত্র ৩ পয়েন্টে ১০ দলের ভেতর অষ্টম অবস্থানে জামাল।

অথচ গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বসুন্ধরার চোখে চোখ রেখেই লড়েছে জামাল। শুরুতে ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম একবার বল জালের জড়ালেন কিন্তু সেটা অফসাইডে বাতিল করে দেন। সেই আক্রমণের পর বসুন্ধরার পাল্টা তোপের মুখে পড়ে জামাল। গোলরক্ষক প্রীতম দেয়াল হয়ে না দাঁড়ালে প্রথমার্ধেই অন্তত দুবার জালের দেখা পেত বসুন্ধরা।

গোলপোস্টের নীচে দেয়াল হয়ে দাঁড়ানো প্রীতম হার মানলেন ম্যাচের ৭৯ মিনিটে গিয়ে। রাকিব হোসেনের ক্রস থেকে হেডে বল জালে জড়ান দরিয়েলতন। যোগ করা দ্বিতীয় মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন দরি, আরেক ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান সতীর্থ মিগেল দামাশিনা এই গোলের যোগানদাতা। ব্রাজিলিয়ান উৎসবে রবসন নাম লেখান ম্যাচের শেষ মিনিটে। বসুন্ধরা অধিনায়কের  ফ্রিকিক থেকে নেওয়া শট ঠেকানোর সাধ্য ছিল না জামাল গোলরক্ষকের। এই গোলে বিপিএল ফুটবলে রবসন পূর্ণ করলেন গোলের ‘ফিফটি’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত