Ajker Patrika

মেসির অশ্রুভেজা টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা  

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৪: ৩৯
মেসির অশ্রুভেজা টিস্যুর দাম সাড়ে ৮ কোটি টাকা  

টিস্যু পেপারে বার্সেলোনার সঙ্গে মেসির চুক্তি হয়েছিল ২১ বছর আগে। চুক্তি স্বাক্ষরের সেই টিস্যু পেপার পরে ক্লাব ফুটবলের ইতিহাসেরই একটা দলিল হয়ে আছে। কাকতালীয়ভাবে বার্সেলোনা থেকে বিদায়ের সময় মেসি যে টিস্যু পেপারে চোখের জল মুছেছিলেন, এবার আলোচনায় চোখের জল মোছা সেই টিস্যু পেপারও।

বার্সেলোনার বিদায়ী সংবাদ সম্মেলনে এসে অঝোরে কেঁদেছিলেন লিওনেল মেসি। বার্সেলোনার গত ২১ বছরের স্মৃতি মেসিকে বারবার আবেগতাড়িত করছিল। নিজেকে সামলাতে না পেরে সেদিন শিশুর মতো কেঁদেছিলেন তিনি। চোখের জল মুছতে মেসির হাতে টিস্যু এগিয়ে দিয়েছিলেন তাঁর স্ত্রী আন্তেলা রুকোজ্জো।

পরে টিস্যু পেপারটি যে ব্যক্তি সংগ্রহ করেছিলেন, তিনি এবার ঘোষণা দিয়েছেন, ১ মিলিয়ন ডলারে (সাড়ে ৮ কোটি টাকা) তিনি টিস্যুটি বিক্রি করবেন। টিস্যু পেপার বিক্রির ঘোষণা দিয়ে একটি জনপ্রিয় সাইটে বিজ্ঞাপন দিয়েছেন সেই ব্যক্তি।

সেই বিদায়ী সংবাদ সম্মেলনে মেসি বলেছিলেন বার্সায় তাঁর পুরো যাত্রাটাই। বলেছিলেন তাঁর কাটানো ভালো সময়, খারাপ সময়—সবকিছুই। আর্জেন্টিনা তারকা সেদিন কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, ‘আমি ক্লাবের মূল্যবোধ ধারণ করে বড় হয়েছি। সব সময় চেষ্টা করেছি নম্রতা ও শ্রদ্ধার সঙ্গে বিষয়টা ধারণ করতে। এখানে উপস্থিত সবার সঙ্গে আমি এটা করেছি। মনে করি এটা আমার সঙ্গেই থেকে যাবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত