Ajker Patrika

ভুলে যাওয়ার ইউরোতে পেলেকেও পাশে পেলেন এমবাপ্পে

আপডেট : ২৯ জুন ২০২১, ১৯: ৩৪
ভুলে যাওয়ার ইউরোতে পেলেকেও পাশে পেলেন এমবাপ্পে

ঢাকা: ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন কিলিয়ান এমবাপ্পে। প্রায় তিন বছর পর ঠিক নায়ক হওয়ার মঞ্চ না হলেও ফ্রান্সের রক্ষাকর্তা হতে পারতেন এমবাপ্পে। রক্ষা তো করতে পারলেনই না, উল্টো তাঁর পেনাল্টি মিসেই শেষ ষোলোতে বিদায় ফরাসিদের। পেনাল্টি মিসের পর মানসিকভাবে ভেঙে পড়া সতীর্থদের সমর্থন পাচ্ছেন, এমবাপ্পেকে সাহস জুগিয়েছেন কিংবদন্তি পেলেও।

এই পেনাল্টি মিসেই শেষ নয়। পুরো ইউরোতে নিজেকে হারিয়ে খুঁজেছেন এমবাপ্পে। ভুলে যাওয়ার মতো একটি টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি গোলও করতে পারেননি এই ফরোয়ার্ড। কাল সুইজারল্যান্ড ম্যাচের আগে ছিল না একটি অ্যাসিস্টও। করিম বেনজেমাকে দিয়ে গোল করিয়ে একমাত্র অ্যাসিস্টটি করেন কাল সুইজারল্যান্ড ম্যাচে। পুরো ম্যাচে সতীর্থদের ৯৫ শতাংশ পাস সফলভাবে দিয়েছেন। তবে নিজে গোলপোস্টের ঠিকানা খুঁজে পাননি। গোল পেতে ছয়টি শট নিলেও একটি রাখতে পারেননি পোস্টে। গোল মিসের পর ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন এমবাপ্পে। পাশে পেয়েছেন সতীর্থ, কোচ এমনকি ব্রাজিল কিংবদন্তি পেলেকেও। টুইটারে পেলে লিখেছেন, ‘মাথা উঁচু রাখ, কিলিয়ান! আগামীকাল তোমার নতুন যাত্রার প্রথম দিন।’

ইউরোতে চার ম্যাচে ৩৯০ মিনিট মাঠে ছিলেন এমবাপ্পে। বলের সঙ্গে পায়ের স্পর্শ ছিল ১৮৩ বার। সতীর্থদের উদ্দেশ্য বাড়ানো ৯৬টি পাসের ৮৪টি ঠিকঠাক দিতে পেরেছিলেন। যার ১৯টি সামনের দিকে ৫৪টি পাশাপাশি পাস। প্রতিপক্ষ খেলোয়াড়েরা এমবাপ্পে থেকে বল কেড়ে নিয়েছেন ৬২ বার। গোলের জন্য মোট শট নিয়েছেন ১২ টি। পোস্টে রাখতে পেরেছেন তিনটি। শতাংশের হিসেবে ২৫ ভাগ নির্ভুল ছিলেন এমবাপ্পে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত