Ajker Patrika

‘ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে’

আপডেট : ০৫ নভেম্বর ২০২২, ১৮: ৩৪
‘ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে’

পেপ গার্দিওলাকে খোঁচা মারার স্বভাবটা জলাতান ইব্রাহিমোভিচের পুরোনো। তাই সুযোগ পেলেই গার্দিওলাকে খোঁচা মারতে ছাড়েন না সুইডিশ এই স্ট্রাইকার। সাবেক গুরুকে তেমনি এক কটাক্ষকে করেছেন ইব্রাহিমোভিচ গত শুক্রবার। আজ এসি মিলানের স্ট্রাইকারের কটাক্ষের জবাব দিয়েছেন গার্দিওলা। উপহাসের সুরে ম্যানচেস্টার সিটির কোচ জানিয়েছেন, ইব্রাহিমোভিচ হয়তো আরেকটি বই লিখতে পারে। 

আর্লিং হালান্ডের প্রশংসা করতে গিয়ে সাবেক গুরুকে খোঁচা দিয়েছেন ইব্রাহিমোভিচ। ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে দুর্দান্ত ফর্মে আছেন হালান্ড। এ মৌসুমে সব মিলিয়ে ১৬ ম্যাচে ২২ গোল করেছেন এই নওরোজিয়ান স্ট্রাইকার। সঙ্গে সতীর্থদের দিয়ে ৩ গোলে সহায়তাও করেছেন তিনি। এমন অবিশ্বাস্য ফর্মের পরও ইব্রাহিমোভিচ মনে করেন ম্যানসিটি স্ট্রাইকারের আরও ভালো করার সামর্থ্য আছে। তবে এটা নির্ভর করবে গার্দিওলার সিদ্ধান্তের ওপর। তিনি বলেছেন, ‘হালান্ডকে আরও বড় ফুটবলার হতে দেবেন কি না সেটা নির্ভর করবে গার্দিওলার দম্ভের ওপর।’ 

ইব্রামোভিচের এই সমালোচনার জবাবে গার্দিওলা বলেছেন, ‘সে সঠিক, সে সম্পূর্ণরূপে ঠিক বলেছে। এই ক্লাব ও দলে প্রত্যেক ব্যক্তি ও খেলোয়াড়ের পেছনে আমার দাম্ভিকতা আছে। যখন হালান্ড হ্যাটট্রিক করে ও সব আলো তার ওপরে পড়ে তখন এটি একদমই পছন্দ করি না। খুব ঈর্ষান্বিত! সত্যি বলতে, খুবই ঈর্ষান্বিত হই!’ 

এরপরেই গার্দিওলা তাচ্ছিল্যের সুরে ইব্রাহিমোভিচ উদ্দেশ্য করে বলেছেন, ‘হালান্ডকে বলেছি, দয়া করে আর গোল করিও না। অন্যথা সংবাদমাধ্যমগুলো আমাকে ও আমার সম্পর্কে কোনো কথা বলবে না। ইব্রাহিমোভিচ সঠিক। সে আমাকে ভালোভাবেই জানে। এ কারণেই সে হয়তো আরেকটি বই লিখতে পারে।’ 

বার্সেলোনাতে খেলার সময় গার্দিওলার সঙ্গে দা-কুমড়া সম্পর্ক তৈরি হয় ইব্রামোভিচের। বার্সাতে ক্যারিয়ার দীর্ঘায়িত করতে না পারার পেছনে গার্দিওলার প্রভাব দেখেন তিনি। এরপর থেকেই বার্সার সাবেক কোচকে শত্রু হিসেবে দেখেন এই সুইডিশ স্ট্রাইকার। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত বার্সাতে ২৯ ম্যাচ খেলে ১৬ গোল করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত