Ajker Patrika

আবারও ঘুরে লা লিগায় ‘ভবঘুরে’ হামেস রদ্রিগেজ

আবারও ঘুরে লা লিগায় ‘ভবঘুরে’ হামেস রদ্রিগেজ

লা লিগায় ফিরলেন হামেস রদ্রিগেজ। ফ্রি এজেন্টে রায়ো ভায়েকানোতে যোগ দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক কলম্বিয়ান প্লেমেকার।

এই গ্রীষ্মে ব্রাজিলের সাও পাওলো ছাড়ার পর ক্লাবহীন ছিলেন রদ্রিগেজ। ৩৩ বছর বয়সী তারকা ভায়েকানোতে যোগ দিতে পারেন, এমন গুঞ্জন চলছিল বেশ কিছুদিন ধরে।

গত জুলাইয়ে কোপা আমেরিকায় কলম্বিয়াকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রদ্রিগেজ। ফাইনালে আর্জেন্টিনার কাছে হারলেও টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন তিনি।

চলতি মৌসুমের লা লিগায় ৮ নম্বরে আছে ভায়েকানো। এই মৌসুমে একটি জয় ও একটি ড্র করেছে তারা। ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল ১৭ নম্বরে থেকে।

২০১৪ বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পর একই পছর রিয়ালে যোগ দেন রদ্রিগেজ। ২০২০ সালে এভারটনে যোগ দেওয়ার আগে লস ব্লাঙ্কোসদের হয়ে ১২৫ ম্যাচ খেলেছেন তিনি। মাঝখানে ২০১৭-১৯ পর্যন্ত ধারে কাটান বায়ার্ন মিউনিখে।

এভারটনের সঙ্গে ২ বছরের চুক্তি করলেও ১২ মাস পর কাতারি ক্লাব আল রায়ানে যোগ দেন রদ্রিগেজ। গুডিসন পার্কে থাকতে ২৬ ম্যাচ খেলেছিলেন তিনি। ২০২২ সালে গ্রীসের অলিম্পিয়াকোসে যোগ দেন এই তারকা ফুটবলার। গত বছরের নাম লেখান সাও পাওলো। রিয়ালের যোগ দেওয়ার আগে কলম্বিয়ার এনভিগাদো, আর্জেন্টিনার বেনফিল্ড, পর্তুগালের পোর্তো, ও ফ্রান্সের মোনাকোর জার্সিতেও দেখা গেছে তাঁকে। এই ‘ভবঘুরে’ তারকা আবারও ঘুরে নাম লেখালেন লা লিগায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত