ক্রীড়া ডেস্ক
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত মেসি নিজেই নেবেন।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শুরুতেই বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শঙ্কার জায়গা সেখানেই। মাঠে নেমেই আবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়ে ছিটকে যান ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ থেকেও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট মেসির। বলার অপেক্ষা রাখে না কতটা দারুণ ছন্দে আছেন মহাতারকা।
বিশ্বকাপ নিশ্চিতের পর এখন আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি-না। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর কোচ স্কালোনিই কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, ‘আমরা দেখব কী হয়। এখনো অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। না হলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে। আমাদের উচিত এখানে ক্ষান্তি দেওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় হলে আমরা দেখব। সে যা চায়, নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা (বিশ্বকাপ) নিয়ে পাগল করে তুলবেন না।’
সতীর্থরা এখনো মনে করেন, মেসি থাকলে দল আরও ভালো করত। তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’ তাঁর মিডফিল্ডার রদ্রিগো দি পল সুর মেলান, ‘আমাদের দলের সেরাটা সব সময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’
২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি স্পষ্ট জানিয়ে দিলেন, বিশ্বকাপ খেলবেন কি না, এ সিদ্ধান্ত মেসি নিজেই নেবেন।
আগামী বিশ্বকাপ আমেরিকা অঞ্চলে হওয়ায় এমএলএসে নিজেকে এরই মধ্যে প্রস্তুত করছেন মেসি। তবু বয়সের ভার খেলোয়াড়দের খেলায় প্রভাব পড়বে এটাই স্বাভাবিক। মেসি ঝুঁকি এড়িয়ে খেলার সর্বোচ্চ চেষ্টাই করছেন। অস্বস্তি লাগলেই ম্যাচ এড়িয়ে যাচ্ছেন। ইন্টার মায়ামির হয়ে মৌসুমের শুরুতেই বেশ কিছু ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। শঙ্কার জায়গা সেখানেই। মাঠে নেমেই আবার আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে বাঁ ঊরুতে চোট পেয়ে ছিটকে যান ব্রাজিল-উরুগুয়ে ম্যাচ থেকেও। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পাঁচ ম্যাচে ৪ গোল ও ২ অ্যাসিস্ট মেসির। বলার অপেক্ষা রাখে না কতটা দারুণ ছন্দে আছেন মহাতারকা।
বিশ্বকাপ নিশ্চিতের পর এখন আর্জেন্টিনার সামনে বড় প্রশ্ন লিওনেল মেসি নিজের ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন কি-না। ব্রাজিলের বিপক্ষে জয়ের পর কোচ স্কালোনিই কিছুটা ক্ষুব্ধ হয়ে বললেন, ‘আমরা দেখব কী হয়। এখনো অনেক সময় আছে। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে হবে আমাদের। না হলে একই কথা বছরজুড়ে আমাদের বলে যেতেই হবে। আমাদের উচিত এখানে ক্ষান্তি দেওয়া, তাকে একটু নিষ্কৃতি দেওয়া। সময় হলে আমরা দেখব। সে যা চায়, নিজেই ঠিক করবে। দয়া করে তাকে এটা (বিশ্বকাপ) নিয়ে পাগল করে তুলবেন না।’
সতীর্থরা এখনো মনে করেন, মেসি থাকলে দল আরও ভালো করত। তরুণ ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ বললেন, ‘মেসি থাকলে আমরা হয়তো আরও দুই-তিনটি গোল করতে পারতাম।’ তাঁর মিডফিল্ডার রদ্রিগো দি পল সুর মেলান, ‘আমাদের দলের সেরাটা সব সময় পাওয়া যায় যখন ১০ নম্বর (মেসি) খেলে। কারণ সে সর্বকালের সেরা।’
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২৯ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে