বর্ণবাদের বিরুদ্ধে নিজেই অনেক দিন ধরেই কথা বলে আসছেন রোমেলু লুকাকু। সেই তিনি এই অভিযোগে কোপা ইতালিয়া কাপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য, আজ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। এতে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন ইন্টার মিলানের স্ট্রাইকার।
এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইতালির স্পোর্টস কোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকলেও লুকাকুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্র্যাভিনা।
সুসংবাদ পাওয়ার পর গ্র্যাভিনার হস্তক্ষেপের প্রশংসা করে লুকাকু বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার হবে। এটি দেখিয়েছে যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গন এবং এর বাইরেও একটি মহান বার্তা দিয়েছে।’
কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্যাপন করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।
বর্ণবাদের বিরুদ্ধে নিজেই অনেক দিন ধরেই কথা বলে আসছেন রোমেলু লুকাকু। সেই তিনি এই অভিযোগে কোপা ইতালিয়া কাপে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। অবশ্য, আজ সেই নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন তিনি। এতে জুভেন্টাসের বিপক্ষে দ্বিতীয় লেগে খেলতে পারবেন ইন্টার মিলানের স্ট্রাইকার।
এক বিবৃতি দিয়ে লুকাকুর বিষয়টি নিশ্চিত করেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। বিবৃতিতে বলা হয়েছে, প্রতিপক্ষের সমর্থকদের ঘৃণা এবং জাতিগত বৈষম্যে প্রভাবিত হয়ে ম্যাচ পরিচালক খেলোয়াড়ের আচরণকে অবৈধ বলে নিষেধাজ্ঞা দিয়েছে।
ইতালির স্পোর্টস কোর্টে নিষেধাজ্ঞা বহাল থাকলেও লুকাকুর বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পদক্ষেপ নিয়েছেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি গ্যাব্রিয়েলে গ্র্যাভিনা।
সুসংবাদ পাওয়ার পর গ্র্যাভিনার হস্তক্ষেপের প্রশংসা করে লুকাকু বলেছেন, ‘আমার বিশ্বাস ছিল ন্যায়বিচার হবে। এটি দেখিয়েছে যে বর্ণবাদের বিরুদ্ধে লড়াই করার ইচ্ছা রয়েছে। পুরো ক্রীড়াঙ্গন এবং এর বাইরেও একটি মহান বার্তা দিয়েছে।’
কঠিন সময়কে পেছনে ফেলে এখন ফর্মে ফিরেছেন লুকাকু। ফলে খেলা দিয়েই সমালোচকদের মুখ বন্ধ করে দিচ্ছেন তিনি। তাই গোলের পর মুখে আঙুল দিয়ে চুপ থাকার ট্রেডমার্ক গোল উদ্যাপন করছেন বেলজিয়াম তারকা। আজ থেকে ১১ দিন আগে জুভেন্টাসের বিপক্ষে সেমিফাইনালে সমতাসূচক গোল করার পর তেমনি এক উদ্যাপন করেছিলেন তিনি। কিন্তু সেই উদ্যাপনের জন্যই পরে দ্বিতীয় হলুদ কার্ডে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার। তাঁর আচরণ বর্ণবাদী হয়েছে বলে ম্যাচ রেফারি হলুদ কার্ড দেখান।
শেষ মুহূর্তে পাকিস্তানের সরে দাঁড়ানোয় এশিয়া কাপ হকি খেলার সুযোগ পায় বাংলাদেশ। সেরা পাঁচে থাকলে জায়গা করে নিত বিশ্বকাপ বাছাইয়ে। গত মাসে ভারতের বিহারে অনুষ্ঠিত টুর্নামেন্টে সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হন রেজাউল-আশরাফুলরা। সুযোগ অবশ্য হারিয়ে যায়নি।
১ ঘণ্টা আগেজাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টিতে টানা তৃতীয় জয়ের দেখা পেল ঢাকা। সবশেষ ম্যাচে আজ রাজশাহীকে ২৮ রানে হারিয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন অ্যান্ড কোং। বৃষ্টির কারণে ঢাকার প্রথম ম্যাচটি পরিত্যক্ত হয়। এরপর মাঠে নামা ৩ ম্যাচেই শেষ হাসি নিয়ে মাঠ ছাড়ল রাজধানীপাড়ার দলটি।
৬ ঘণ্টা আগেএশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট পান হার্দিক পান্ডিয়া। এজন্য তাকে ছাড়াই ফাইনাল খেলতে নামে ভারত। এই তারকা অলরাউন্ডারের ফেরা নিয়ে অপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে দলটির। অর্থাৎ অক্টোবর–নভেম্বরে ভারতের অস্ট্রেলিয়া সফরে হার্দিককে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগেপাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ করল দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পরই এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকেটভিত্তিক গণমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগে