অনলাইন ডেস্ক
বিদ্রোহী ফুটবলাররা অনড়। সুর নরম হয়নি কোচ পিটার বাটলারেরও। জটিলতা নিরসনে বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার কথা সভাপতি তাবিথ আউয়ালের। কিন্তু এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে নারী দলের। এর আগে কোচ ও ফুটবলারদের দ্বন্দ্ব সমঝোতার মাধ্যমে মেটানোর চেষ্টা করছেন বাফুফে সভাপতি। অনুশীলনে ফেরানোর জন্য সাবিনা খাতুনদের অনুরোধ করেছিলেন তিনি। আশ্বাস দেন সমস্যা সমাধানের। তবে তাতে সায় দেননি বিদ্রোহী ফুটবলাররা।
মেয়েদের পাশাপাশি বাটলারের সঙ্গেও কথা বলেছেন তাবিথ। অনুশীলনে দুর্ব্যবহার করতে বাটলারকে নিষেধ করেছেন তিনি। কিন্তু সাবিনারা অনুশীলনে ফেরেননি তাতেও। তাই নতুন ভবিষ্যতের দিকেই এগোচ্ছেন বাটলার। সিনিয়রসহ ৩৭ ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি, ‘সঠিক সময়ে স্কোয়াড (আরব আমিরাত ম্যাচের) ঘোষণা করা হবে। আমরা এখনো নতুন ভবিষ্যতের জন্য নতুন স্কোয়াড তৈরি করছি।’
বাটলার নতুন ভবিষ্যতের কথা বললেও নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণ বলছেন অন্য কথা। সাবিনাদের ফেরানো নিয়েই ভাবছেন তিনি। বাফুফে সভাপতির সঙ্গে মেয়েদের কী কথা হয়েছে সেটা অবশ্য বলতে চাননি কিরণ, ‘বিশেষ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে সভাপতির কাছে। সভাপতিও তাঁর জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন এই মুহূর্তে আমার বলার কিছুই নেই। সভাপতির সঙ্গে তারা কী কথা বলেছে, সেটা সভাপতিকে জিজ্ঞেস করাই ভালো।’
সাবিনাদের বিদ্রোহের পরও বিকল্প কিছুর কথা ভাবছেন না কিরণ, ‘আমাদের কোনো প্ল্যান ‘বি’ নেই, প্ল্যান ‘এ’তেই আছি আমরা। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি তাদের ফেরাতে। তারা অভিমানে আছে, আমার বিশ্বাস তারা ফিরবে। আমাদের মনে হয়েছিল (গতকাল) তারা অনুশীলনে ফিরবে। না ফেরায় আমি অবাক হইনি। এটাই স্বাভাবিক।’
বাটলার কোচ থাকলে অবসরের হুমকিও দিয়েছেন ১৮ ফুটবলার। কিরণ বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারকে তারা এভাবে নষ্ট করতে পারে না। অনূর্ধ্ব-১২ থেকে ওদের হাতে ধরে আমি নিয়ে এসেছি। তাই আমার খারাপ লাগাটা অনেক বেশি।’
এদিকে আমিরাতের বিপক্ষে মেয়েদের ম্যাচ দুটি হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।
বিদ্রোহী ফুটবলাররা অনড়। সুর নরম হয়নি কোচ পিটার বাটলারেরও। জটিলতা নিরসনে বিশেষ কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়ার কথা সভাপতি তাবিথ আউয়ালের। কিন্তু এখনো পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হননি তিনি।
দুটি প্রীতি ম্যাচ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাত সফরে যাওয়ার কথা রয়েছে নারী দলের। এর আগে কোচ ও ফুটবলারদের দ্বন্দ্ব সমঝোতার মাধ্যমে মেটানোর চেষ্টা করছেন বাফুফে সভাপতি। অনুশীলনে ফেরানোর জন্য সাবিনা খাতুনদের অনুরোধ করেছিলেন তিনি। আশ্বাস দেন সমস্যা সমাধানের। তবে তাতে সায় দেননি বিদ্রোহী ফুটবলাররা।
মেয়েদের পাশাপাশি বাটলারের সঙ্গেও কথা বলেছেন তাবিথ। অনুশীলনে দুর্ব্যবহার করতে বাটলারকে নিষেধ করেছেন তিনি। কিন্তু সাবিনারা অনুশীলনে ফেরেননি তাতেও। তাই নতুন ভবিষ্যতের দিকেই এগোচ্ছেন বাটলার। সিনিয়রসহ ৩৭ ফুটবলারকে নিয়ে অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি, ‘সঠিক সময়ে স্কোয়াড (আরব আমিরাত ম্যাচের) ঘোষণা করা হবে। আমরা এখনো নতুন ভবিষ্যতের জন্য নতুন স্কোয়াড তৈরি করছি।’
বাটলার নতুন ভবিষ্যতের কথা বললেও নারী উইংয়ের প্রধান মাহফুজ আক্তার কিরণ বলছেন অন্য কথা। সাবিনাদের ফেরানো নিয়েই ভাবছেন তিনি। বাফুফে সভাপতির সঙ্গে মেয়েদের কী কথা হয়েছে সেটা অবশ্য বলতে চাননি কিরণ, ‘বিশেষ কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে সভাপতির কাছে। সভাপতিও তাঁর জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছেন। এখন এই মুহূর্তে আমার বলার কিছুই নেই। সভাপতির সঙ্গে তারা কী কথা বলেছে, সেটা সভাপতিকে জিজ্ঞেস করাই ভালো।’
সাবিনাদের বিদ্রোহের পরও বিকল্প কিছুর কথা ভাবছেন না কিরণ, ‘আমাদের কোনো প্ল্যান ‘বি’ নেই, প্ল্যান ‘এ’তেই আছি আমরা। আমি এখনো চেষ্টা করে যাচ্ছি তাদের ফেরাতে। তারা অভিমানে আছে, আমার বিশ্বাস তারা ফিরবে। আমাদের মনে হয়েছিল (গতকাল) তারা অনুশীলনে ফিরবে। না ফেরায় আমি অবাক হইনি। এটাই স্বাভাবিক।’
বাটলার কোচ থাকলে অবসরের হুমকিও দিয়েছেন ১৮ ফুটবলার। কিরণ বলেন, ‘দীর্ঘ ক্যারিয়ারকে তারা এভাবে নষ্ট করতে পারে না। অনূর্ধ্ব-১২ থেকে ওদের হাতে ধরে আমি নিয়ে এসেছি। তাই আমার খারাপ লাগাটা অনেক বেশি।’
এদিকে আমিরাতের বিপক্ষে মেয়েদের ম্যাচ দুটি হবে ২৬ ফেব্রুয়ারি ও ২ মার্চ।
খেলোয়াড়দের শখের গাড়ি নিয়ে সামাজিকমাধ্যমে কত কিছুই তো দেখা যায়। কেউ এক গাড়ি কিনে দীর্ঘদিন চালানোর পর নতুন মডেলের গাড়ি কেনেন। ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যারেজে আছে বিশ্বের নামীদামী অনেক ব্র্যান্ডের গাড়ি। রোনালদোর মতো রোহিত শর্মারও গাড়ির গাড়িপ্রেমী এক ক্রিকেটার।
২০ মিনিট আগেলাওসে গতকাল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলের জন্য দিনটা ছিল অম্লমধুর। কারণ, বিকেলে এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলে হজমের পর মূল পর্বের টিকিট পাওয়াটাই শঙ্কার মুখে পড়ে গিয়েছিল। পরে জানা যায়, বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে উঠেছে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের পর এই সংস্করণে দুই দলের চারবারের দেখাতে চারবারই জিতেছিল পাকিস্তান। অবশেষে গত রাতে ওয়েস্ট ইন্ডিজের ফুরোয় ৬ বছরের অপেক্ষা। তাতে করে বাংলাদেশ, পাকিস্তান দুই দলই পেয়েছে দুঃসংবাদ।
২ ঘণ্টা আগেবয়স ৪০ পেরোনোর পরও ক্রিস্টিয়ানো রোনালদোর যে ক্ষুধা কমেনি, সেটা তাঁর পারফরম্যান্সেই বোঝা যাচ্ছে। মাঠে নামলেই গোল করার নেশা তাঁকে ভীষণভাবে পেয়ে বসে। ক্লাব প্রীতি ম্যাচেও দেখিয়ে যাচ্ছেন তাঁর দাপট।
৪ ঘণ্টা আগে