অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।
এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।
ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।
অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।
এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।
ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।
বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।
এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।
ভারত-পাকিস্তান সামরিক সংঘাত ক্রিকেটকে বাজেভাবে প্রভাবিত করেছে। আইপিএল, পিএসএল শেষভাগে এসে স্থগিত করা হয়েছে। সংঘাতপূর্ণ পরিস্থিতিতে ভারত-পাকিস্তানে অবস্থানরত বিদেশি ক্রিকেটারদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সেই পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে একটু অতিরঞ্জিত উপস্থাপন হয়েছে বলে জানিয়েছেন রিশাদ হোসেন।
১৬ মিনিট আগে১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
১ ঘণ্টা আগেগ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে...
১ ঘণ্টা আগেএবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।
২ ঘণ্টা আগে