ক্রীড়া ডেস্ক
সবকিছু ঠিকঠাক থাকলে মেহদি তারেমি থাকতেন যুক্তরাষ্ট্রে। কারণ, ক্লাব বিশ্বকাপ খেলতে এখন তাঁর ক্লাব ইন্টার মিলান মার্কিন মুলুকে। তবে তারেমির যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত।
মন্টেরের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে ইন্টার মিলান। একটি ফ্লাইটে গতকাল তাঁর লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলানের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে মন্টেরের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করছেন বলে গার্ডিয়ান, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। কারণ, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েল হামলা চালানোয় ইরান সাময়িকভাবে নিজেদের আকাশপথ বন্ধ রেখেছে। তারেমির ফ্লাইটটি তাই বাতিল হয়ে যায়।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরান থেকে বের হতে পারেননি তারেমি। ইতালিয়ান গণমাধ্যম থেকে জানা গেছে, ক্লাব বিশ্বকাপ পুরোপুরি মিস করতে পারেন। কারণ, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ইরানের আকাশপথ পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। আর ইন্টার মিলানের পক্ষ থেকে জানা গেছে, তারেমি নিরাপদেই আছেন।
ইরানের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতেই মূলত দেশে ফেরেন তারেমি। ১০ জুন তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল উত্তর কোরিয়া-ইরান। ম্যাচটি ইরান জেতে ৩-০ গোলে। মোহাম্মদ মেহেদী মোহেবি, তারেমি ও আমিরহোসেন হোসেনজাদেহ ইরানের গোল তিনটি করেন। এর আগে গত ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হারিয়েছিল তারেমির ক্লাব ইন্টার মিলান। সেই ম্যাচে দলে থাকলেও ইন্টার মিলান তাঁকে বদলি হিসেবেও নামায়নি।
এবারের ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলান পড়েছে ‘ই’ গ্রুপে। গ্রুপের অপর তিন দল হচ্ছে মন্টেরে, রিভারপ্লেট ও উরাওয়া রেডস। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ ইন্টার মিলান খেলবে উরাওয়া রেডস ও রিভারপ্লেটের বিপক্ষে। ইন্টার-উরাওয়া রেডস, ইন্টার-রিভারপ্লেট ম্যাচ দুটি হবে ২১ ও ২৬ জুন।
সবকিছু ঠিকঠাক থাকলে মেহদি তারেমি থাকতেন যুক্তরাষ্ট্রে। কারণ, ক্লাব বিশ্বকাপ খেলতে এখন তাঁর ক্লাব ইন্টার মিলান মার্কিন মুলুকে। তবে তারেমির যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে ইরান-ইসরায়েল সংঘাত।
মন্টেরের বিপক্ষে ম্যাচ দিয়ে বুধবার ক্লাব বিশ্বকাপ অভিযান শুরু করবে ইন্টার মিলান। একটি ফ্লাইটে গতকাল তাঁর লস অ্যাঞ্জেলেসে ইন্টার মিলানের সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল। তবে মন্টেরের বিপক্ষে ম্যাচটি তিনি মিস করছেন বলে গার্ডিয়ান, রয়টার্সসহ বিদেশি বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। কারণ, তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে ইসরায়েল হামলা চালানোয় ইরান সাময়িকভাবে নিজেদের আকাশপথ বন্ধ রেখেছে। তারেমির ফ্লাইটটি তাই বাতিল হয়ে যায়।
ইরান-ইসরায়েল সংঘাতের কারণে তেহরান থেকে বের হতে পারেননি তারেমি। ইতালিয়ান গণমাধ্যম থেকে জানা গেছে, ক্লাব বিশ্বকাপ পুরোপুরি মিস করতে পারেন। কারণ, ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা দীর্ঘমেয়াদি সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে ইরানের আকাশপথ পুনরায় চালুর কোনো সম্ভাবনা নেই। আর ইন্টার মিলানের পক্ষ থেকে জানা গেছে, তারেমি নিরাপদেই আছেন।
ইরানের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতেই মূলত দেশে ফেরেন তারেমি। ১০ জুন তেহরানের আজাদি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল উত্তর কোরিয়া-ইরান। ম্যাচটি ইরান জেতে ৩-০ গোলে। মোহাম্মদ মেহেদী মোহেবি, তারেমি ও আমিরহোসেন হোসেনজাদেহ ইরানের গোল তিনটি করেন। এর আগে গত ৩১ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পিএসজির কাছে ৫-০ গোলে হারিয়েছিল তারেমির ক্লাব ইন্টার মিলান। সেই ম্যাচে দলে থাকলেও ইন্টার মিলান তাঁকে বদলি হিসেবেও নামায়নি।
এবারের ক্লাব বিশ্বকাপে ইন্টার মিলান পড়েছে ‘ই’ গ্রুপে। গ্রুপের অপর তিন দল হচ্ছে মন্টেরে, রিভারপ্লেট ও উরাওয়া রেডস। গ্রুপপর্বের শেষ দুই ম্যাচ ইন্টার মিলান খেলবে উরাওয়া রেডস ও রিভারপ্লেটের বিপক্ষে। ইন্টার-উরাওয়া রেডস, ইন্টার-রিভারপ্লেট ম্যাচ দুটি হবে ২১ ও ২৬ জুন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৫৮। ২০০৯ সালে ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং ২০২২ সালে পার্থে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। সেই রেকর্ড ভেঙে গতকাল কেয়ার্নসে নতুন রেকর্ড গড়ল অস্ট্রেলিয়া।
৪ ঘণ্টা আগেপাকিস্তান শাহিনসের কাছে বাজেভাবে হেরে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ ‘এ’। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। আজ ডারউইনে নেপাল জাতীয় দলকে হারিয়েছে ৩২ রানে।
৫ ঘণ্টা আগেআসছে অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। ৩টি টি-টোয়েন্টি ও সমান ম্যাচের একটি ওয়ানডে সিরিজের সূচিও গতকাল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
৭ ঘণ্টা আগেএএফসি চ্যাম্পিয়নস লিগে একই গ্রুপে পড়েছে ভারতীয় ক্লাব এফসি গোয়া ও সৌদি ক্লাব আল নাসর। সব ঠিক থাকলে ভারতে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেজন্য ম্যাচটি রূপ নিয়েছে ঐতিহাসিকে। এফসি গোয়ার প্রধান নির্বাহী রবি পুষ্কুরের কাছে তা জীবনে একবার আসার মতো মুহূর্ত।
৮ ঘণ্টা আগে