Ajker Patrika

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই শীর্ষে, ব্রাজিলের অবনতি

আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৮: ৩১
কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই শীর্ষে, ব্রাজিলের অবনতি

রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের পর এখন আর্জেন্টিনার জয়জয়কার।  ফিফা র‍্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট।  এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।   

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে।  কোপা রানার্সআপ কলম্বিয়ারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে  নেদারল্যান্ডস ও ইতালি।  বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।

ফিফা র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছে ব্রাজিল। ছবি: এএফপি১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে।  কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত