চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে ম্যাচ চলার সময় ইফতারের করতে ইংলিশ প্রিমিয়ার লিগে বিশেষ বিরতি আছে। তবে ফ্রান্সের লিগ ওয়ানে এ সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।
ম্যাচের সময় মুসলিম খেলোয়াড়দের ইফতার করতে খেলার মাঝে বিরতি দেওয়ার রীতি আছে। লিভারপুলের মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তে ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজসহ অনেক মুসলিম ফুটবলার আছেন, যাঁরা রমজান মাসের ইফতারের বিরতি নেন। তবে মেসিদের ফ্রেঞ্চ লিগে খেলা ফুটবলাররা ইফতার করতে বিশেষ এই বিরতি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ রেফারি কমিটির প্রধান এরিক বোরগিনি এএফপিকে বলেছেন, ‘সবকিছু করার নির্দিষ্ট সময় থাকে। খেলার জন্য আলাদা সময় এবং ধর্মীয় বিধি মানার জন্য নির্দিষ্ট সময় থাকে। নিয়ম অনুযায়ী ফ্রান্স ফুটবলে ধর্মনিরপেক্ষতা সম্মানের চোখে দেখা হয়।’
ফ্রেঞ্চ লিগে নিসের কোচ দিদিয়ার দিগার্ড অবশ্য ইফতারির বিরতি না থাকার মধ্যে নেতিবাচক কিছু দেখছেন না। তিনি বলেছেন, ‘তারা বিরতি দিচ্ছে না বলে কেউ কিছু মনে করছে না। কারণ আমরা কোনো মুসলিম প্রধান দেশ নয়।’ যদিও তিনি জানিয়েছেন, বিরতির অনুমতি দিলে ভালো হতো।
আন্তর্জাতিক বিরতির সময় ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরও কিছুদিন রোজা না রাখার কথা বলেছিল ফ্রান্স। যদিও রোজা না রাখতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপের। যেখানে ফ্রান্সে খেলেন করিম বেনজেমা, পল পগবা, উসমান দেম্বেলে, এনগোলো কান্তের মতো মুসলিম ফুটবলাররা।
চলছে পবিত্র মাহে রমজান। রমজান মাসে ম্যাচ চলার সময় ইফতারের করতে ইংলিশ প্রিমিয়ার লিগে বিশেষ বিরতি আছে। তবে ফ্রান্সের লিগ ওয়ানে এ সুযোগ পাচ্ছেন না ফুটবলাররা।
ম্যাচের সময় মুসলিম খেলোয়াড়দের ইফতার করতে খেলার মাঝে বিরতি দেওয়ার রীতি আছে। লিভারপুলের মিসরীয় ফরওয়ার্ড মোহাম্মদ সালাহ, চেলসির ফরাসি মিডফিল্ডার এনগোলা কান্তে ও ম্যানচেস্টার সিটির আলজেরিয়ান উইঙ্গার রিয়াদ মাহরেজসহ অনেক মুসলিম ফুটবলার আছেন, যাঁরা রমজান মাসের ইফতারের বিরতি নেন। তবে মেসিদের ফ্রেঞ্চ লিগে খেলা ফুটবলাররা ইফতার করতে বিশেষ এই বিরতি পাচ্ছেন না। বিষয়টি নিয়ে ফ্রেঞ্চ রেফারি কমিটির প্রধান এরিক বোরগিনি এএফপিকে বলেছেন, ‘সবকিছু করার নির্দিষ্ট সময় থাকে। খেলার জন্য আলাদা সময় এবং ধর্মীয় বিধি মানার জন্য নির্দিষ্ট সময় থাকে। নিয়ম অনুযায়ী ফ্রান্স ফুটবলে ধর্মনিরপেক্ষতা সম্মানের চোখে দেখা হয়।’
ফ্রেঞ্চ লিগে নিসের কোচ দিদিয়ার দিগার্ড অবশ্য ইফতারির বিরতি না থাকার মধ্যে নেতিবাচক কিছু দেখছেন না। তিনি বলেছেন, ‘তারা বিরতি দিচ্ছে না বলে কেউ কিছু মনে করছে না। কারণ আমরা কোনো মুসলিম প্রধান দেশ নয়।’ যদিও তিনি জানিয়েছেন, বিরতির অনুমতি দিলে ভালো হতো।
আন্তর্জাতিক বিরতির সময় ফ্রান্স জাতীয় ফুটবল দলের খেলোয়াড়দেরও কিছুদিন রোজা না রাখার কথা বলেছিল ফ্রান্স। যদিও রোজা না রাখতে কাউকে জোর করা হচ্ছে না বলে দাবি ফ্রেঞ্চ সংবাদমাধ্যম লেকিপের। যেখানে ফ্রান্সে খেলেন করিম বেনজেমা, পল পগবা, উসমান দেম্বেলে, এনগোলো কান্তের মতো মুসলিম ফুটবলাররা।
খেলোয়াড়দের মাঠে মেজাজ হারানোর ঘটনা তো নতুন কিছু নয়। ম্যাচের উত্তেজনাকর পরিস্থিতিতে খেলোয়াড়দের মধ্যে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতির ঘটনাও পর্যন্ত ঘটে। আর এসব ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হতে বেশি সময়ও লাগে না।
৩ মিনিট আগেক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৭ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগে