Ajker Patrika

মেসিকে বরণ করে নেওয়ার সময় জানাল মিয়ামি

মেসিকে বরণ করে নেওয়ার সময় জানাল মিয়ামি

ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তির ঘোষণা অনেক আগে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে জানা গিয়েছিল ২১ জুলাই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের হয়ে অভিষেক হবে আর্জেন্টাইন অধিনায়কের।

গতকাল সমর্থকদের নতুন এক সুসংবাদ জানিয়েছে মিয়ামি। মেসিকে বরণ বা পরিচয় করে দেওয়ার তারিখ জানিয়েছে ক্লাব। আগামী ১৬ জুলাই মিয়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি।

তবে শুধু মেসিই নন, তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলাবাকেও পরিচয় করিয়ে দেবে মিয়ামি। যদিও এখন পর্যন্ত আলাবার সঙ্গে চুক্তি হয়নি মিয়ামির। সঙ্গে থাকছেন বার্সেলোনায় তাঁদের গুরু হিসেবে কাজ করা আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনেজও। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান সূচি রেখেছে ক্লাব। সবাইকে পরিচয় করি দেওয়ার তারিখ ঘোষণা করলেও মেসির চুক্তির বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।

মেসির চুক্তির বিষয় মিয়ামি কিছু না জানালেও ২১ তারিখের আগেই যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা নিশ্চিত। কারণ এই তারিখে লিগ কাপে অভিষেক হবে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত