Ajker Patrika

ব্যর্থ ম্যানইউতেই থাকতে চান রোনালদো

আপডেট : ১০ মে ২০২২, ১২: ২৮
ব্যর্থ ম্যানইউতেই থাকতে চান রোনালদো

মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিটি প্রতিযোগিতা শেষ হয়েছে ব্যর্থতায়। এমনকি লিগ টেবিলে সেরা চারে না থাকায় আগামী মৌসুমে খেলা হবে না চ্যাম্পিয়নস লিগেও। 

এমন পরিস্থিতিতে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। ম্যানইউতে থাকলে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল খেলোয়াড়টিকে আগামী মৌসুমে দর্শক হয়েই থাকতে হবে। তবে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ না হলেও যদি কোচ এরিক টেন হাগ চান তবে ম্যানইউতেই থেকে যেতে চান রোনালদো। সতীর্থদের নাকি এমনটাই বলেছেন তিনি। 

ম্যানইউর ভেতরের এক সূত্রের বরাত দিয়ে সান স্পোর্টস জানায়, ‘যেভাবে মৌসুমটা এগিয়েছে, তাতে রোনালদোর চেয়ে বেশি আর কেউ হতাশ নন। তবে তিনি এভাবে হাল ছেড়ে দিয়ে ক্লাব ছাড়তে চান না। তিনি ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনার ব্যাপারে এবং শিরোপা জয়ের ক্ষেত্রে সহায়তা করতে চান।’ 

তবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা টেন হাগের সবুজ সংকেত পেলেই কেবল ম্যানইউতে থাকবেন রোনালদো। সূত্রটি আরও বলে, ‘তিনি সতীর্থদের বলেছেন, যদি কোচ ভিন্ন পথে যেতে চায়, তবে কোনো কষ্ট না পুষেই ক্লাব ছাড়বেন রোনালদো। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নিয়েও তাঁর কোনো হতাশা নেই।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত