Ajker Patrika

দেশকে কতটা ভালোবাসেন, ভাষায় বোঝাতে পারবেন না জামাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৯ জুন ২০২১, ১৯: ১৬
দেশকে কতটা ভালোবাসেন, ভাষায় বোঝাতে পারবেন না জামাল

ঢাকা: দেশে থাকতেই দুঃসময় পিছু নিয়েছিল বাংলাদেশ ফুটবল দলের। করোনা পজিটিভ হয়ে কাতার যেতে পারেননি মাহবুবুর রহমান সুফিল। চোটে পড়ে ছিটকে যান গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা ও ফরোয়ার্ড সাদ উদ্দিন। এরপর চোট হানা দিল আফগানিস্তান ম্যাচেও। ছিটকে গেলেন সোহেল রানা। এবার ওমান ম্যাচের আগে এর চেয়েও বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। ম্যাচটিতে পাওয়া যাবে না অধিনায়ক জামাল ভূঁইয়াসহ চারজন নির্ভরযোগ্য খেলোয়াড়কে।

বিশ্বকাপ বাছাইপর্বের শেষ ম্যাচে ১৫ জুন ওমানের বিপক্ষে খেলা। এই ম্যাচের আগে এখন চার খেলোয়াড়কে হারিয়ে বিপাকে কোচ জেমি ডে। জামালসহ তিনজন বাদ পড়েছেন কার্ড সংক্রান্ত জটিলতায়। মিডফিল্ডার মাসুক মিয়া জনির আছে চোট।

৭ জুন ভারত ফরোয়ার্ড ব্রেন্ডন ফার্নান্দেজকে ফাউল করে হলুদ কার্ড দেখেছিলেন জামাল ভূঁইয়া। কাঠমান্ডুর ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালেও হলুদ কার্ড দেখেছিলেন তিনি। ফিফার নিয়ম অনুযায়ী প্রীতি অথবা গ্রুপ পর্বের ম্যাচগুলোতে তিন ম্যাচে দুই হলুদ কার্ড দেখলে এক ম্যাচ নিষিদ্ধ হতে হবে। একই কারণে ফরোয়ার্ড বিপলু আহমেদ ও ডিফেন্ডার রহমত মিয়াকে হারাচ্ছেন জেমি ডে।

ভারতের কাছে ২-০ গোলে হারের পর ওমানের বিপক্ষে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন জামাল। কার্ড জটিলতায় খেলতে না পেরে ফেসবুকে হতাশা প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক, ‘আমরা চাইলে সমালোচনা করতে পারি, ম্যাচে কি করা উচিত ছিল তা নিয়ে কথা বলতে পারি। এটাই স্বাভাবিক, যখন প্রতিপক্ষ আচমকা ৭৯ মিনিটে গোল দিয়ে বসে। যা খুবই হতাশার। তাও আমাদের এগিয়ে যেতে হবে এবং আরও কঠোর পরিশ্রম করতে হবে। এটাই জীবন। আমি আমার দেশের পতাকা এবং আমার দলকে খুবই ভালোবাসি। যা আমার ভাষায় বোঝানো কঠিন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

পাকিস্তানে হামলায় ভারত কি ‘ব্রহ্মস’ ছুড়েছিল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত