ঢাকা: চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব নাটক বোধ হয় জমে ছিল কাল শেষ রাউন্ডের জন্য। শেষ মুহূর্তের নাটকে কপাল পুড়েছে লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও তাই চাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লিভারপুলও খেলবে ইউরোপ সেরাদের মঞ্চে।
পুরো মৌসুম দুর্দান্ত খেলেও ইউরোপ সেরাদের লড়াইয়ে ছিটকে গেছে লেস্টার সিটি। শেষটা যে রাঙাতে পারেনি ফক্সেসরা। টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে যায় তারা। স্পার্সদের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যারেথ বেল। আর লেস্টারের হারে কপাল খুলেছে চেলসির।
অথচ এই লেস্টার সিটিই কদিন আগেই চেলসিকে হারিয়ে জিতেছিল এফএ কাপ। টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে পারলে সেটি ব্রেন্ডন রজার্সের দলের জন্য অন্যরকম এক গল্প হতে পারত। রূপকথার বদলে মৌসুম শেষে ফক্সেসদের কপালে জুটল শুধুই আক্ষেপ! নইলে কি আর ম্যাচে দুবার এগিয়ে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়!
এ দিকে লিভারপুলেরও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে। তাদের সামনে সহজ সমীকরণ ছিল, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ। সাদিও মানের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তিনে থাকতে পেরেই স্বস্তির নিশ্বাস ক্লপের দলের।
প্রিমিয়ার লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার। সিটিজেনরা তবুও ছাড় দেয়নি এভারটনকে। গুনে গুনে পাঁচবার এভারটনের জালে বল জড়িয়েছে আগুয়েরো–ফোর্ডেনরা। রাতের আরেক ম্যাচে লিগ রানার্স আপ ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে উলভসকে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। জিতেও ২৬ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলা হচ্ছে না গানারদের। লেস্টারের বিপক্ষে টটেনহামের জয়ে টেবিলের সাতে থাকায় কপাল পুড়েছে আর্সেনালের। মৌসুম শেষে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান আটে। টেবিলের পাঁচ, ছয়ে থাকা লেস্টার, ওয়েস্ট হাম খেলবে ইউরোপা লিগে। আর সাতে থাকা স্পার্সরা খেলবে ইউরোপিয়ান কনফারেন্স লিগ।
ঢাকা: চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করতে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) সব নাটক বোধ হয় জমে ছিল কাল শেষ রাউন্ডের জন্য। শেষ মুহূর্তের নাটকে কপাল পুড়েছে লেস্টার সিটির। অ্যাস্টন ভিলার কাছে ২-১ গোলে হেরেও তাই চাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে চেলসি। টেবিলের তিনে থেকে মৌসুম শেষ করে লিভারপুলও খেলবে ইউরোপ সেরাদের মঞ্চে।
পুরো মৌসুম দুর্দান্ত খেলেও ইউরোপ সেরাদের লড়াইয়ে ছিটকে গেছে লেস্টার সিটি। শেষটা যে রাঙাতে পারেনি ফক্সেসরা। টটেনহামের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে ৭৫ মিনিটে পর্যন্ত এগিয়ে থেকেও ৪-২ গোলে হেরে যায় তারা। স্পার্সদের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যারেথ বেল। আর লেস্টারের হারে কপাল খুলেছে চেলসির।
অথচ এই লেস্টার সিটিই কদিন আগেই চেলসিকে হারিয়ে জিতেছিল এফএ কাপ। টটেনহামকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের টিকিট কাটতে পারলে সেটি ব্রেন্ডন রজার্সের দলের জন্য অন্যরকম এক গল্প হতে পারত। রূপকথার বদলে মৌসুম শেষে ফক্সেসদের কপালে জুটল শুধুই আক্ষেপ! নইলে কি আর ম্যাচে দুবার এগিয়ে গিয়ে হার নিয়ে মাঠ ছাড়তে হয়!
এ দিকে লিভারপুলেরও শঙ্কা ছিল চ্যাম্পিয়নস লিগ খেলা নিয়ে। তাদের সামনে সহজ সমীকরণ ছিল, ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জিতলেই প্রায় নিশ্চিত চ্যাম্পিয়ন লিগ। সাদিও মানের জোড়া গোলে ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে টেবিলের তিনে থাকতে পেরেই স্বস্তির নিশ্বাস ক্লপের দলের।
প্রিমিয়ার লিগ থেকে আগেই চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করে রেখেছিল ম্যানচেস্টার। সিটিজেনরা তবুও ছাড় দেয়নি এভারটনকে। গুনে গুনে পাঁচবার এভারটনের জালে বল জড়িয়েছে আগুয়েরো–ফোর্ডেনরা। রাতের আরেক ম্যাচে লিগ রানার্স আপ ম্যানইউ ২-১ গোলে হারিয়েছে উলভসকে।
এদিকে ব্রাইটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আর্সেনাল। জিতেও ২৬ বছর পর প্রথমবারের মতো ইউরোপের কোনো টুর্নামেন্ট খেলা হচ্ছে না গানারদের। লেস্টারের বিপক্ষে টটেনহামের জয়ে টেবিলের সাতে থাকায় কপাল পুড়েছে আর্সেনালের। মৌসুম শেষে পয়েন্ট টেবিলে আর্সেনালের অবস্থান আটে। টেবিলের পাঁচ, ছয়ে থাকা লেস্টার, ওয়েস্ট হাম খেলবে ইউরোপা লিগে। আর সাতে থাকা স্পার্সরা খেলবে ইউরোপিয়ান কনফারেন্স লিগ।
দুই দিনের ব্যবধানে আবাহনী-বসুন্ধরা কিংস আবারও মুখোমুখি হলো। আবাহনীর সামনে সুযোগ ছিল দারুণ কিছু করে ফেডারেশন কাপের ফাইনালে হারের দুঃখ কিছুটা মোচন করার। সেটি তো সম্ভব হলোই না, উল্টো বসুন্ধরার কাছে ২-০ গোলে হেরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাদৌড়ে কিছুটা পিছিয়েই পড়ল তারা। দুই অর্ধের শুরুতে দুটি গোলই
১০ ঘণ্টা আগেকাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডে ভারত-পাকিস্তানের মধ্যে চলছে তুমুল উত্তেজনা। এর মধ্যেই ভারত সরকার পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তি, সংবাদমাধ্যম, ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে তাদের দেশে। রেহায় পায়নি ক্রীড়াঙ্গনের ব্যক্তিরাও। শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ব্লক করেছে তারা। এবার ভারতীয় সংবাদমাধ্যমের প্রতি
১১ ঘণ্টা আগেসাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, আগস্টে নির্ধারিত ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তা নেই। বিসিবি আশাবাদী যে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ যথাসময়েই হবে।
১২ ঘণ্টা আগেতিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলতে নিউজিল্যান্ড ‘এ’ দল এখন বাংলাদেশে। প্রথম দুই ওয়ানডের দলে প্রথমে মোস্তাফিজুর রহমানকে রাখা হলেও আজ তাঁকে সরিয়ে নিয়েছে বিসিবির নির্বাচক প্যানেল। তাঁর বদলি হিসেবে ‘এ’ দলের ওয়ানডে দলে নেওয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জান
১৩ ঘণ্টা আগে