Ajker Patrika

‘সমর্থন নয়, বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন করতে এসেছি’ 

‘সমর্থন নয়, বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন করতে এসেছি’ 

২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করার পর থেকেই চলছে সমালোচনা। বিশ্বকাপ শুরু হওয়ার আগে শেষ মুহূর্তে এসেও চলছে নানা আলোচনা। আর এই বিশ্বকাপ নিয়ে বিভিন্ন ইস্যু নিয়ে প্রতিবেদন করতে কাতারে এসেছেন গ্যারি লিনেকার।

প্রবাসী শ্রমিকদের মানবাধিকার ইস্যুতেই মূলত কাতারকে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে। কাতারে ফুটবল স্টেডিয়াম বানাতে মারা গেছেন ৮ হাজারেরও বেশি শ্রমিক। তাছাড়া সমকামিতা, স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিষিদ্ধ-এগুলো নিয়ে তো আলোচনা চলছেই। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে লিনেকার বলেন, ‘আমাদের কাজ হচ্ছে এখানে এসে প্রতিবেদন করা এবং জনগণকে দেখানো যে বিশ্বকাপ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা এখানে এসেছি বিশ্বকাপ নিয়ে প্রতিবেদন করতে, সমর্থন দিতে নয়। এই বিশ্বকাপ নিয়ে অনেক ইস্যু রয়েছে। বিশেষ করে মানবাধিকারের বিষয়টা, স্টেডিয়াম বানানোর সময় শ্রমিকদের সঙ্গে যা হয়েছে। এই ইস্যুগুলো নিয়ে আমরা কথা বলব।’

লিনেকার আরও বলেন, ‘আমি এমন ঘটনার সঙ্গে ভালোভাবেই আগে থেকেই পরিচিত। বিশ্বকাপ ফুটবলের সময় ফুটবলের চেয়ে যে অন্য ইস্যু নিয়ে বেশি কথা হয়, তা আমি অনেক আগে থেকেই দেখে আসছি। কিন্তু ফুটবল শুরু হলেই আলোচনা বন্ধ হয়ে যায়।’

ইংল্যান্ডের জার্সিতে ৮০ ম্যাচ খেলেছেন লিনেকার। করেছেন ৪৮ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। বিশ্বকাপে ১২ ম্যাচে করেছেন ১০ গোল। ক্লাব ফুটবলেও দুর্দান্ত ছিলেন এই ফুটবলার। পাঁচটি ভিন্ন ক্লাবের হয়ে খেলেছেন ৩৫৬ ম্যাচ। করেছেন ১৮৭ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩ গোলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত