নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাজতে শুরু করেছে ঘরোয়া ফুটবলের দামামা। গতকাল বাফুফে ভবনে হয়ে গেল ফেডারেশন কাপের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা অনুযায়ী ১০ দলকে ভাগ করা হয়েছে পাঁচটি পটে। প্রতি পট থেকে তোলা প্রথম দলের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। মোহামেডান ও আবাহনী এক পটে থাকায় গতবারের একই গ্রুপে পড়ার সুযোগ হয়নি।
‘বি’ গ্রুপে বসুন্ধরা-মোহামেডান ছাড়াও রয়েছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দুই দলকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল উঠবে ফাইনালে। দুই রানার্সআপ খেলবে এলিমিনেটর রাউন্ডে। তাদের মধ্যকার জয়ী দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়া দলের বিপক্ষে।
ড্রয়ের পর সাংবাদিকদের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালে ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে।’
এদিকে গত মৌসুমে লিগের সেরা খেলোয়াড় সুলেমান দিয়াবাতে, সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেং, সেরা গোলরক্ষক মিতুল মারমা ও সেরা কোচ মোহামেডানের আলফাজ আহমেদকে পুরস্কৃত করা হয়েছে। ফেয়ারপ্লে ট্রফি পেয়েছে পুলিশ এফসি। চ্যাম্পিয়নশিপ লিগের সেরা খেলোয়াড় হয়েছেন পিডব্লিউডি স্পোর্টসের মিনহাজুল করিম স্বাধীন।
বাজতে শুরু করেছে ঘরোয়া ফুটবলের দামামা। গতকাল বাফুফে ভবনে হয়ে গেল ফেডারেশন কাপের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব।
গত প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকা অনুযায়ী ১০ দলকে ভাগ করা হয়েছে পাঁচটি পটে। প্রতি পট থেকে তোলা প্রথম দলের জায়গা হয়েছে ‘বি’ গ্রুপে। মোহামেডান ও আবাহনী এক পটে থাকায় গতবারের একই গ্রুপে পড়ার সুযোগ হয়নি।
‘বি’ গ্রুপে বসুন্ধরা-মোহামেডান ছাড়াও রয়েছে ফর্টিস এফসি, বাংলাদেশ পুলিশ এফসি ও আরামবাগ ক্রীড়া সংঘ। ‘এ’ গ্রুপে আবাহনীর সঙ্গী রহমতগঞ্জ এমএফএস, ব্রাদার্স ইউনিয়ন, ফকিরেরপুল ইয়ংমেন্স ও পিডব্লিউডি স্পোর্টস ক্লাব।
গ্রুপ পর্বে প্রতিটি দল খেলবে একে অপরের বিপক্ষে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া দুই দলকে নিয়ে হবে প্রথম কোয়ালিফায়ার। জয়ী দল উঠবে ফাইনালে। দুই রানার্সআপ খেলবে এলিমিনেটর রাউন্ডে। তাদের মধ্যকার জয়ী দল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে পরাজিত হওয়া দলের বিপক্ষে।
ড্রয়ের পর সাংবাদিকদের লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাফুফের কোনো কমিটির কর্মকর্তাই ম্যাচ চলাকালে ডাগ আউটে থাকতে পারবে না। সেই সিদ্ধান্ত বলবৎ আছে।’
এদিকে গত মৌসুমে লিগের সেরা খেলোয়াড় সুলেমান দিয়াবাতে, সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেং, সেরা গোলরক্ষক মিতুল মারমা ও সেরা কোচ মোহামেডানের আলফাজ আহমেদকে পুরস্কৃত করা হয়েছে। ফেয়ারপ্লে ট্রফি পেয়েছে পুলিশ এফসি। চ্যাম্পিয়নশিপ লিগের সেরা খেলোয়াড় হয়েছেন পিডব্লিউডি স্পোর্টসের মিনহাজুল করিম স্বাধীন।
আবুধাবিতে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরে এশিয়া কাপের সুপার ফোরে ওঠার পথটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন তিনে। শ্রীলঙ্কা ও আফগানিস্তানের সমান ২ পয়েন্ট থাকলেও নেট রানরেটে বাংলাদেশ (০.৬৫০) লঙ্কান (২.৫৯৫) ও আফগানদের (৪.৭০০) নিচে।
৩ ঘণ্টা আগেপ্রথম ৫ ওভারে বাংলাদেশের রান ৩ উইকেট ১৬। প্রথম পাঁচ ওভারে শ্রীলঙ্কা তুলেছে ১ উইকেটে ৫৫। প্রথম ১০ ওভারে দুই দলের স্কোর যথাক্রমে—৫৪ / ৫ ও ১০৭ /১। এরপর ম্যাচে কারা জিততে যাচ্ছে—সেটি বোঝায় যাচ্ছিল। দেখার ছিল একটাই, কত ব্যবধানে হারে বাংলাদেশ, কত ব্যবধানে জেতে শ্রীলঙ্কা।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে কথার লড়াই চলে সমানে সমান। এবার সেই লড়াইয়ে যোগ দিলেন ভারতের সাবেক ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। তাঁর মতে, ভারতের সঙ্গে পাকিস্তানের কোনো তুলনাই হয় না।
৪ ঘণ্টা আগেইনিংসের ১৪ তম বলে ফ্লিক করে সিঙ্গেল নিলেন লিটন দাস। ধারাভাষ্যকক্ষ থেকে ভেসে এল অবশেষে রানের দেখা পেল বাংলাদেশ। আগের ১৩টি বলে যা হয়েছে তা এক অর্থ দুঃস্বপ্ন বলাই ভালো। সেই দুঃস্বপ্নের রেশ থেকে যায় শেষ পর্যন্ত। জাকের আলী ও শামীম পাটোয়ারীর মান বাঁচানো জুটিতে শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ।
৬ ঘণ্টা আগে