দলের প্রয়োজনে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন হ্যারি কেনের ভালোভাবেই জানা। গত ইউরোতেও কেন সেটা দেখিয়েছেন। এবার এই ফরোয়ার্ডকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গতকাল দলের প্রধান কোচ গ্যারেথ সাউদগেট খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।
কেনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, রহিম স্টার্লিংয়ের মতো তারকা ফুটবলাররা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, কাইল ওয়াকাররা। মাঝমাঠে থাকছেন জুড বেলিংহাম, ডেকলান রাইস, ম্যাসন মাউন্টরা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর ২৯ ডিসেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন রামসডেল (আর্সেনাল), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), হ্যারি ম্যাগুয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), বেনজামিন হোয়াইট (আর্সেনাল), এরিক ডায়ার (টটেনহাম), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কনর কোডি (এভারটন)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (ওয়েস্ট হ্যাম), ম্যাসন মাউন্ট (চেলসি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ক্যালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), জেমস ম্যাডিসন (লেস্টার সিটি), কনর গ্যালাঘের (চেলসি)।
ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহাম), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জ্যাক গ্রিয়ালিশ (ম্যানচেস্টার সিটি), রহিম স্টার্লিং (চেলসি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ক্যালাম উইলসন (নিউক্যাসল ইউনাইটেড)।
দলের প্রয়োজনে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন হ্যারি কেনের ভালোভাবেই জানা। গত ইউরোতেও কেন সেটা দেখিয়েছেন। এবার এই ফরোয়ার্ডকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গতকাল দলের প্রধান কোচ গ্যারেথ সাউদগেট খেলোয়াড়দের নাম ঘোষণা করেন।
কেনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, রহিম স্টার্লিংয়ের মতো তারকা ফুটবলাররা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, কাইল ওয়াকাররা। মাঝমাঠে থাকছেন জুড বেলিংহাম, ডেকলান রাইস, ম্যাসন মাউন্টরা।
এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর ২৯ ডিসেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংলিশরা।
ইংল্যান্ডের বিশ্বকাপ দল:
গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন রামসডেল (আর্সেনাল), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)
ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), হ্যারি ম্যাগুয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), বেনজামিন হোয়াইট (আর্সেনাল), এরিক ডায়ার (টটেনহাম), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কনর কোডি (এভারটন)।
মিডফিল্ডার: ডেকলান রাইস (ওয়েস্ট হ্যাম), ম্যাসন মাউন্ট (চেলসি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ক্যালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), জেমস ম্যাডিসন (লেস্টার সিটি), কনর গ্যালাঘের (চেলসি)।
ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহাম), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জ্যাক গ্রিয়ালিশ (ম্যানচেস্টার সিটি), রহিম স্টার্লিং (চেলসি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ক্যালাম উইলসন (নিউক্যাসল ইউনাইটেড)।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
১১ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১৫ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১৬ ঘণ্টা আগে