Ajker Patrika

হ্যারি কেনকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল 

আপডেট : ১১ নভেম্বর ২০২২, ১২: ০২
হ্যারি কেনকে নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দল 

দলের প্রয়োজনে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন হ্যারি কেনের ভালোভাবেই জানা। গত ইউরোতেও কেন সেটা দেখিয়েছেন। এবার এই ফরোয়ার্ডকে নিয়েই কাতার বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। গতকাল দলের প্রধান কোচ গ্যারেথ সাউদগেট খেলোয়াড়দের নাম ঘোষণা করেন। 

কেনের সঙ্গে আক্রমণভাগে থাকছেন মার্কাস রাশফোর্ড, বুকায়ো সাকা, রহিম স্টার্লিংয়ের মতো তারকা ফুটবলাররা। রক্ষণভাগের দায়িত্ব সামলাবেন ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড, হ্যারি ম্যাগুয়ার, লুক শ, কাইল ওয়াকাররা। মাঝমাঠে থাকছেন জুড বেলিংহাম, ডেকলান রাইস, ম্যাসন মাউন্টরা। 

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে ইংল্যান্ড। ২১ নভেম্বর ইরানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে তারা। ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে ইংল্যান্ড। আর ২৯ ডিসেম্বর ওয়েলসের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইংলিশরা। 

ইংল্যান্ডের বিশ্বকাপ দল:

গোলরক্ষক: জর্ডান পিকফোর্ড (এভারটন), অ্যারন র‍ামসডেল (আর্সেনাল), নিক পোপ (নিউক্যাসল ইউনাইটেড)

ডিফেন্ডার: ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড (লিভারপুল), কাইরান ট্রিপিয়ার (নিউক্যাসল ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), হ্যারি ম্যাগুয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), বেনজামিন হোয়াইট (আর্সেনাল), এরিক ডায়ার (টটেনহাম), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি), কনর কোডি (এভারটন)।

মিডফিল্ডার: ডেকলান রাইস (ওয়েস্ট হ্যাম), ম্যাসন মাউন্ট (চেলসি), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), জুড বেলিংহাম (বরুশিয়া ডর্টমুন্ড), ক্যালভিন ফিলিপস (ম্যানচেস্টার সিটি), জেমস ম্যাডিসন (লেস্টার সিটি), কনর গ্যালাঘের (চেলসি)।

ফরোয়ার্ড: হ্যারি কেন (টটেনহাম), বুকায়ো সাকা (আর্সেনাল), মার্কাস রাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), জ্যাক গ্রিয়ালিশ (ম্যানচেস্টার সিটি), রহিম স্টার্লিং (চেলসি), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), ক্যালাম উইলসন (নিউক্যাসল ইউনাইটেড)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত