সৌদি প্রো লিগে এখন পর্যন্ত বড় তারকাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই খেলছেন। পর্তুগিজ তারকা শুধু বড় তারকাই নন, বিশ্ব ফুটবলের কিংবদন্তিও। তবে সৌদি আরব ক্রীড়াঙ্গনে যেভাবে অর্থ ব্যয় করছে, তাতে খুব শিগগিরই আরও বড় বড় তারকাকে দেখা যেতে পারে লিগটিতে।
ইতিমধ্যে করিম বেনজেমার সঙ্গে বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লিওনেল মেসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বেনজেমা নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন, আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির বিষয়ে অবশ্য খুব একটা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আল হিলালের সঙ্গে চুক্তি হতে পারে তাঁর।
সময়ের অবতরণ হলে বেনজেমা-মেসির চুক্তির সত্যতা জানা যাবে। তা পরে জানা গেলেও তাঁদের আগাম অভিনন্দন জানিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘তাদের অভিনন্দন। লিগটি উন্নতি করছে এবং বর্তমানে দুর্দান্ত কিছু বিদেশি ও আরব খেলোয়াড় রয়েছে।’
এখন দেখার বিষয়, সাবেক রিয়াল সতীর্থ এবং চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সাক্ষাৎ রোনালদো পাবেন কি না। এর মধ্যে অবশ্য তাঁরই আল নাসর ছাড়ার গুঞ্জন চলছে। এ মৌসুমে কোনো শিরোপা না জেতায় এমনটা শোনা যাচ্ছে। নিজে অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।
২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি করা রোনালদো বলেছেন, ‘এখানে খুশি আছি। চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতেও যাব। নতুন মৌসুমে দল আরও শক্তিশালী হবে। আমরা গত পাঁচ-ছয় মাসে উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই আমরা শিরোপা জিতব।’
আল নাসরে গত ডিসেম্বরে যোগ দেন রোনালদো। ক্লাবের হয়ে শুরুটা ভালো করলেও শেষেরটা ভালো হয়নি তাঁর ও দলের। ফলে এই মৌসুমে কোনো শিরোপাই জেতা হয়নি তাঁদের। লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।
সৌদি প্রো লিগে এখন পর্যন্ত বড় তারকাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোই খেলছেন। পর্তুগিজ তারকা শুধু বড় তারকাই নন, বিশ্ব ফুটবলের কিংবদন্তিও। তবে সৌদি আরব ক্রীড়াঙ্গনে যেভাবে অর্থ ব্যয় করছে, তাতে খুব শিগগিরই আরও বড় বড় তারকাকে দেখা যেতে পারে লিগটিতে।
ইতিমধ্যে করিম বেনজেমার সঙ্গে বিশ্ব ফুটবলের আরেক কিংবদন্তি লিওনেল মেসিকেও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বেনজেমা নাকি রিয়াল মাদ্রিদকে জানিয়েও দিয়েছেন, আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করতে যাচ্ছেন তিনি। আর্জেন্টাইন অধিনায়কের চুক্তির বিষয়ে অবশ্য খুব একটা জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, আল হিলালের সঙ্গে চুক্তি হতে পারে তাঁর।
সময়ের অবতরণ হলে বেনজেমা-মেসির চুক্তির সত্যতা জানা যাবে। তা পরে জানা গেলেও তাঁদের আগাম অভিনন্দন জানিয়েছেন রোনালদো। পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী বলেছেন, ‘তাদের অভিনন্দন। লিগটি উন্নতি করছে এবং বর্তমানে দুর্দান্ত কিছু বিদেশি ও আরব খেলোয়াড় রয়েছে।’
এখন দেখার বিষয়, সাবেক রিয়াল সতীর্থ এবং চিরপ্রতিদ্বন্দ্বী মেসির সাক্ষাৎ রোনালদো পাবেন কি না। এর মধ্যে অবশ্য তাঁরই আল নাসর ছাড়ার গুঞ্জন চলছে। এ মৌসুমে কোনো শিরোপা না জেতায় এমনটা শোনা যাচ্ছে। নিজে অবশ্য এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন।
২০২৫ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তি করা রোনালদো বলেছেন, ‘এখানে খুশি আছি। চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতেও যাব। নতুন মৌসুমে দল আরও শক্তিশালী হবে। আমরা গত পাঁচ-ছয় মাসে উন্নতি করেছি এবং আমি আত্মবিশ্বাসী যে শিগগিরই আমরা শিরোপা জিতব।’
আল নাসরে গত ডিসেম্বরে যোগ দেন রোনালদো। ক্লাবের হয়ে শুরুটা ভালো করলেও শেষেরটা ভালো হয়নি তাঁর ও দলের। ফলে এই মৌসুমে কোনো শিরোপাই জেতা হয়নি তাঁদের। লিগে ১৬ ম্যাচে ১৪ গোল করেছেন তিনি।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
৪ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৬ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৭ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৮ ঘণ্টা আগে