নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল শেষ। শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। শিরোপা জেতার খুশির খবরটা নিজেদের মা-বাবাকে জানাতে তখন উদ্গ্রীব হয়ে আছে শিরোপাজয়ী রংপুরের মেয়েরা। কেবল একজন ব্যতিক্রম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার খবরটা মা-বাবাকে জানানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই নাসরিন বেগমের। যা আছে তা হলো মনে জমে থাকা বেদনা আর একরাশ যন্ত্রণা।
নাসরিনের বয়স তখন ১০ কি ১২। অল্প বয়সে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো নাসরিনকে। সংসারে ছাড়াছাড়ি হয়ে গেল মা-বাবার। ছাড়াছাড়ির পর নিজেদের সংসারও গুছিয়ে নিয়েছেন তাঁরা। আর নাসরিনের ঠাঁই হলো মামাদের সংসারে, নানির ছায়ায়। মা নাজনূর বেগম ও বাবা আলাউদ্দিন ইসলাম দীর্ঘ সময় দূরেই রইলেন মেয়ের কাছ থেকে। পিতা-মাতার অভাবটা নাসরিন ভুলে থাকতে চাইলেন ফুটবলে।
গত বঙ্গমাতা গোল্ডকাপেও শিরোপা জিতেছিল রংপুর। নাসরিন সেবারও হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেরা খেলোয়াড় হওয়ায় গণমাধ্যমে ভালো একটা প্রচার পেয়েছিলেন নাসরিন। আর সেবারই দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে অল্প অল্প করে যোগাযোগ শুরু করেন বাবা আলাউদ্দিন ইসলাম। মায়ের সঙ্গে সম্পর্কটাও গাঢ় হতে শুরু করে তখনই। এবারের গোল্ডকাপে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাসরিন। তাঁর বিশ্বাস, এবার ফিরে পাবেন হারানো ভালোবাসাও। বললেন, ‘কখনোই মা-বাবার ভালোবাসা সেভাবে পাইনি। অনেক ঝামেলার কারণে তাঁদের সঙ্গে যোগাযোগও হয় না। আজ যদি তাঁরা আমার পাশে থাকতেন, হয়তো অন্যরকম একটা ভালোলাগা থাকত। গতবার আমরা যখন চ্যাম্পিয়ন হই, তখন থেকে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এবারও যেহেতু আমরা সেরা আর আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি, হয়তো আরও ভালোবাসা পেতে পারি।’
রংপুরের সদ্যপুস্করিণীতে নানির কাছে বড় হয়ে ওঠা নাসরিনের। মামার সংসারে থাকলেও সবার সমর্থনটা ভালোই পাচ্ছেন। বাড়ির কাছে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব। ক্লাবটির হয়ে খেলেছেন নারী ফুটবল লিগেও। ২০১৯ সালে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফ দলেও। কিন্তু ভুটানে যাওয়ার ঠিক তিন দিন আগে লিগামেন্ট ছিঁড়ে ফুটবল ক্যারিয়ার শেষ হতে বসেছিল এই কিশোরী ফুটবলারের। রংপুরে পুলিশের তৎকালীন এসপি বিপ্লব কুমার সরকার তুলে নেন নাসরিনের চিকিৎসার ভার। দেড় বছর আগে বড় ধরনের অস্ত্রোপচারের পর আবারও ফুটবলে ফিরে টানা দুই বছর হয়েছেন বঙ্গমাতা গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা।
নাসরিনের এবারের স্বপ্ন জাতীয় দলে খেলার। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় স্পেনে যাওয়ার সুযোগ তাঁর সামনে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন নাসরিন, স্বপ্ন বাইরের দেশের ক্লাবে খেলার। বললেন, ‘ইউরোপের তুলনায় বাংলাদেশের মেয়েরা হয়তো পিছিয়ে আছে। আমি চাই জাতীয় দলকে একদিন নেতৃত্ব দিতে। চাই বাইরের ক্লাবে খেলতে।’
বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল শেষ। শেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠানও। শিরোপা জেতার খুশির খবরটা নিজেদের মা-বাবাকে জানাতে তখন উদ্গ্রীব হয়ে আছে শিরোপাজয়ী রংপুরের মেয়েরা। কেবল একজন ব্যতিক্রম। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাওয়ার খবরটা মা-বাবাকে জানানোর জন্য কোনো তাড়াহুড়ো নেই নাসরিন বেগমের। যা আছে তা হলো মনে জমে থাকা বেদনা আর একরাশ যন্ত্রণা।
নাসরিনের বয়স তখন ১০ কি ১২। অল্প বয়সে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হতে হলো নাসরিনকে। সংসারে ছাড়াছাড়ি হয়ে গেল মা-বাবার। ছাড়াছাড়ির পর নিজেদের সংসারও গুছিয়ে নিয়েছেন তাঁরা। আর নাসরিনের ঠাঁই হলো মামাদের সংসারে, নানির ছায়ায়। মা নাজনূর বেগম ও বাবা আলাউদ্দিন ইসলাম দীর্ঘ সময় দূরেই রইলেন মেয়ের কাছ থেকে। পিতা-মাতার অভাবটা নাসরিন ভুলে থাকতে চাইলেন ফুটবলে।
গত বঙ্গমাতা গোল্ডকাপেও শিরোপা জিতেছিল রংপুর। নাসরিন সেবারও হয়েছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা। সেরা খেলোয়াড় হওয়ায় গণমাধ্যমে ভালো একটা প্রচার পেয়েছিলেন নাসরিন। আর সেবারই দীর্ঘদিন পর মেয়ের সঙ্গে অল্প অল্প করে যোগাযোগ শুরু করেন বাবা আলাউদ্দিন ইসলাম। মায়ের সঙ্গে সম্পর্কটাও গাঢ় হতে শুরু করে তখনই। এবারের গোল্ডকাপে ৪ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন নাসরিন। তাঁর বিশ্বাস, এবার ফিরে পাবেন হারানো ভালোবাসাও। বললেন, ‘কখনোই মা-বাবার ভালোবাসা সেভাবে পাইনি। অনেক ঝামেলার কারণে তাঁদের সঙ্গে যোগাযোগও হয় না। আজ যদি তাঁরা আমার পাশে থাকতেন, হয়তো অন্যরকম একটা ভালোলাগা থাকত। গতবার আমরা যখন চ্যাম্পিয়ন হই, তখন থেকে তাঁরা আমার সঙ্গে যোগাযোগ শুরু করেন। এবারও যেহেতু আমরা সেরা আর আমি সর্বোচ্চ গোলদাতা হয়েছি, হয়তো আরও ভালোবাসা পেতে পারি।’
রংপুরের সদ্যপুস্করিণীতে নানির কাছে বড় হয়ে ওঠা নাসরিনের। মামার সংসারে থাকলেও সবার সমর্থনটা ভালোই পাচ্ছেন। বাড়ির কাছে সদ্যপুস্করিণী যুব স্পোর্টিং ক্লাব। ক্লাবটির হয়ে খেলেছেন নারী ফুটবল লিগেও। ২০১৯ সালে ডাক পেয়েছিলেন অনূর্ধ্ব-১৫ সাফ দলেও। কিন্তু ভুটানে যাওয়ার ঠিক তিন দিন আগে লিগামেন্ট ছিঁড়ে ফুটবল ক্যারিয়ার শেষ হতে বসেছিল এই কিশোরী ফুটবলারের। রংপুরে পুলিশের তৎকালীন এসপি বিপ্লব কুমার সরকার তুলে নেন নাসরিনের চিকিৎসার ভার। দেড় বছর আগে বড় ধরনের অস্ত্রোপচারের পর আবারও ফুটবলে ফিরে টানা দুই বছর হয়েছেন বঙ্গমাতা গোল্ডকাপের সর্বোচ্চ গোলদাতা।
নাসরিনের এবারের স্বপ্ন জাতীয় দলে খেলার। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ায় স্পেনে যাওয়ার সুযোগ তাঁর সামনে। জাতীয় দলের অধিনায়ক হওয়ার স্বপ্ন দেখেন নাসরিন, স্বপ্ন বাইরের দেশের ক্লাবে খেলার। বললেন, ‘ইউরোপের তুলনায় বাংলাদেশের মেয়েরা হয়তো পিছিয়ে আছে। আমি চাই জাতীয় দলকে একদিন নেতৃত্ব দিতে। চাই বাইরের ক্লাবে খেলতে।’
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
৬ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
৮ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১১ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১২ ঘণ্টা আগে