Ajker Patrika

শুধু গোল নয় গাড়ি কেনাও মেসির নেশা

আপডেট : ২৫ জুন ২০২৩, ১২: ৫৪
শুধু গোল নয় গাড়ি কেনাও মেসির নেশা

আজ ৩৬ বছর পূর্ণ করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের কাছে এবারের জন্মদিন বিশেষ কিছু। বিশ্বকাপ জয়ের পর যে প্রথমবারের মতো নিজের পয়দা দিবস উদ্‌যাপন করছেন তিনি। নিজের বয়সের মতোই আর্জেন্টিনার দীর্ঘ ৩৬ বছরের শিরোপা খরা ঘুচিয়ে কাতার বিশ্বকাপে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নিজের আজন্ম স্বপ্ন পূরণ করেছেন সাতবারের ব্যালন ডি অরজয়ী।

ক্যারিয়ারের অনেক শিরোপা জয়ের মতো নিজের গ্যারেজে রেখেছেন দামি দামি বহু গাড়িও। বলা যেতে পারে, গোল করার মতো বিলাসবহুল গাড়ি কেনাও মেসির নেশা। চলুন ছবিতে ছবিতে জন্মদিনে তাঁর সংগ্রহে থাকা গাড়িগুলো দেখে নেই।

 ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি (৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা) 
মেসির গ্যারেজে সবচেয়ে দামি গাড়িটি হচ্ছে ফেরারি ৩৩৫ এস স্পাইডার স্ক্যাকলিয়েত্তি। যার মূল্য ৩৮৯ কোটি ৪৬ লাখ টাকা। গাড়িটি তিনি নিলামে কিনেছিলেন। ফেরারির এই মডেলের গাড়ি ‘প্রানচিং হর্স ১৯৫৭’ নামেও পরিচিত। ভি ১২ ইঞ্জিনের গাড়িটি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিবেগে চলে।

ছবি: এএফপিফেরারি এফ ৪৩০ স্পাইডার (১ কোটি ৭৮ লাখ টাকা)
ফেরারি ব্র্যান্ডের এফ ৪৩০ স্পাইডার মডেলের আরেকটি গাড়িও মেসির সংগ্রহে রয়েছে। যার দাম ১ কোটি ৭৮ লাখ টাকা।

ছবি: এএফপিঅডি ট্রিও (২ কোটি ৫১ লাখ টাকা) 
গাড়ি প্রস্তুতকারী জার্মান প্রতিষ্ঠান অডির সঙ্গে বার্সেলোনার স্পনসর চুক্তি থাকার সময় অডি এএস ৬ মডেলের একটি গাড়ি উপহার পেয়েছিলেন মেসি। এই মডেলের সঙ্গে অডির আরও দুটি গাড়ির মালিক হয়েছিলেন তিনি। বাকি দুটি ছিল অডি এ৭ ও অডি কিউ৭। তিনটির মোট দাম ২ কোটি ৫১ লাখ টাকা।

 পাগানি জোন্ডা (২ কোটি ১৭ লাখ টাকা) 
ইতালির এই স্পোর্টস কারের জন্য ২ কোটি ১৭ লাখ টাকা খরচ করেছেন মেসি। ৬ গতিবেগের স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের এই স্পোর্টস কারের ইঞ্জিনটি হচ্ছে ভি১২।

 মার্সিডিজ এসএলএস এএমজি (৬ কোটি ৯৭ লাখ টাকা) 
মেসির সংগ্রহে মার্সিডিজ এসএলএস এএমজি মডেলের একটি বিদেশী ও অভিজাত গাড়ি রয়েছে। যার মূল্য ৬ কোটি ৯৭ লাখ টাকা।

 রেঞ্জ রোভার ডুও (২ কোটি ৯২ লাখ টাকা) 
রেঞ্জ রোভার ব্র্যান্ডের দুটি গাড়িও মেসির গ্যারেজে রয়েছে। যার দামও বেশ। রেঞ্জ রোভার ভগের দাম ২ কোটি ১ লাখ টাকা। আর রেঞ্জ রোভার স্পোর্টের দাম ৯১ লাখ টাকা।

শুধু এসবই নয় মেসির গ্যারেজে আরও বেশ কিছু মডেলের বিলাসবহুল গাড়িও রয়েছে। যার মধ্যে মাসেরাত্তি গ্রান তুরিসমো এমসি স্ট্রাডেল যা তিনি আর্জেন্টিনায় ব্যবহার করেন। এছাড়া, ক্যাডিল্যাক এসকালেড, লেক্সাস আরএক্স ৪৫০ এইচ এবং মিনি কুপারও রয়েছে সাবেক বার্সেলোনা তারকার পছন্দের গাড়ির মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত