বোরহান জাবেদ
ঢাকা: পোর্তোয় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বার ইউরোপসেরা হয়েছে চেলসি। ৯ বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে লা-ব্লুজরা। চার মাস আগে দায়িত্ব পেয়ে চেলসি কোচ টমাস টুখেল এখন সবার আগ্রহের কেন্দ্রে। চেলসির সাফল্যে আছেন আরও একজন—রোমান আব্রামোভিচ। এই রাশিয়ান ধনকুবের শুধু কোচ ছাঁটাই করেই ‘বিখ্যাত’ নন, ট্রফি জিতেও!
আব্রামোভিচের মালিকানায় ১৭ বছরে ১৯টি ট্রফি জিতেছে চেলসি। ২০০৩ সালে চেলসির মালিকানা কিনে নেন রাশিয়ান ধনকুবের। তখনো চেলসির ইতিহাস এতটা সমৃদ্ধ নয়। ক্লাব ইতিহাসের নিজেদের প্রথম ৯৮ বছরে ৬টি শিরোপা জেতা ইংলিশ ক্লাবটি আব্রামোভিচের মালিকানায় পরের ১৭ বছরে ১৯টি ট্রফি ঘরে তুলেছে। কীভাবে সম্ভব হলো চেলসির এই বদলে যাওয়া? ফুটবলের প্রতি আব্রামোভিচের আগ্রহই–বা কীভাবে সৃষ্টি হলো?
২০০২ সালের শুরুর দিকের কথা। আব্রামোভিচ একদিন ভাবলেন, তাঁর নতুন আগ্রহগুলো একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ব্যবসার কাজে সব সময় ইউরোপের বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। হঠাৎ একদিন একটা ফুটবল ম্যাচ দেখতে গেলেন আব্রামোভিচ। খেলা দেখতে দেখতেই খেয়াল করলেন, মনের মধ্যে কেমন একটা উত্তেজনা অনুভব করছেন। দর্শক সারিতে বসা অন্য দর্শকদের দিকে একচোখ তাকিয়ে দেখলেন। খেলাটার প্রতি দর্শকদের আবেগ বুঝতে একটুও সময় নেননি। তখনই ঠিক করলেন, এই খেলাটার অংশ হতে হবে তাঁকেও। তবে একটু অন্যভাবে। কিনতে চান কোনো ক্লাব।
যে ভাবা সেই কাজ। নেমে পড়লেন ক্লাবের খোঁজে। ২০০৩ সালের ১ জুলাই ব্রিটিশ পত্রপত্রিকার খবর চেলসিকে কিনে নিয়েছেন এক রাশিয়ান ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর নাম রোমান আব্রামোভিচ। শুরু থেকেই ক্লাবের একটা ব্র্যান্ড গড়ে তুলতে চেয়েছিলেন আব্রামোভিচ। এতে দরকার ছিল বড় অঙ্কের বিনোয়োগ। ক্লাবকে পরিচিত করে তুলতে দরকার ছিল বড় তারকা। দলবদলের বাজার সেই বিনোয়োগটা করেছেন আব্রামোভিচ। খেলোয়াড-কোচদের সর্বোচ্চ সুযোগ–সুবিধা দিতে কোনো কার্পণ্য করেননি তিনি। তার ফলও পেয়েছেন দ্রুতই।
আব্রামোভিচ চেলসির মালিকানা পাওয়ার আগে একবারও ইউরোপসেরার ট্রফি জেতেনি ইংলিশ ক্লাবটি। সেই চেলসির ট্রফি শোকেসে এখন দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি শোভা পাচ্ছে। ২০০৩ সালের আগে একবার লিগ ট্রফি ঘরে তুলতে পেরেছিল চেলসি। এখন সেই সংখ্যা পৌঁছেছে ছয়ে। লিগে চেলসির ৮৩.৩ শতাংশ সাফল্যই এসেছে আব্রামোভিচের মালিকানায়।
২০০৩ সালের আগে ইংল্যান্ড ক্লাব ফুটবলের সবচেয়ে পুরোনো আসর এফএ কাপ চেলসি জিতেছিল তিনবার। এখন চেলসির এফএ কাপের সংখ্যা ৮। চেলসি ইংলিশ লিগ কাপ ট্রফি জিতেছে পাঁচবার, যার তিনটিই ২০০৩ সালের পর।
১১৬ বছরের ক্লাব ইতিহাসে পাঁচবার মৌসুমে ডাবল জিতেছে চেলসি, যার সর্বশেষটি আসে ২০১২ সালে। সেবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল তারা। সেই মৌসুমে এফএ কাপের শিরোপাও জিতেছিল চেলসি। মৌসুমে পাঁচ ডাবলের চারটিই এসেছে আব্রামোভিচের মালিকানায়।
দর্শকের যে আগ্রহ আব্রামোভিচকে আগ্রহী করে তুলেছিল, সেখানেও পিছিয়ে নেই চেলসি। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে উঠেছে চেলসির ৫০০ অফিশিয়াল সমর্থক ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ কোটি অনুসারী আছে ইংলিশ ক্লাবটির। ১৪০ মিলিয়ন পাউন্ডে (১ হাজার ৬৮০ কোটি টাকা) কিনেছিলেন চেলসি, যেখানে ৭৫ মিলিয়ন পাউন্ড (৯০০ কোটি টাকা) ঋণ ছিল। সেই চেলসির বর্তমান বাজারমূল্য ২ বিলিয়ন (২৪ হাজার কোটি টাকা)।
ঢাকা: পোর্তোয় ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দ্বিতীয়বার ইউরোপসেরা হয়েছে চেলসি। ৯ বছর পর ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুট পরেছে লা-ব্লুজরা। চার মাস আগে দায়িত্ব পেয়ে চেলসি কোচ টমাস টুখেল এখন সবার আগ্রহের কেন্দ্রে। চেলসির সাফল্যে আছেন আরও একজন—রোমান আব্রামোভিচ। এই রাশিয়ান ধনকুবের শুধু কোচ ছাঁটাই করেই ‘বিখ্যাত’ নন, ট্রফি জিতেও!
আব্রামোভিচের মালিকানায় ১৭ বছরে ১৯টি ট্রফি জিতেছে চেলসি। ২০০৩ সালে চেলসির মালিকানা কিনে নেন রাশিয়ান ধনকুবের। তখনো চেলসির ইতিহাস এতটা সমৃদ্ধ নয়। ক্লাব ইতিহাসের নিজেদের প্রথম ৯৮ বছরে ৬টি শিরোপা জেতা ইংলিশ ক্লাবটি আব্রামোভিচের মালিকানায় পরের ১৭ বছরে ১৯টি ট্রফি ঘরে তুলেছে। কীভাবে সম্ভব হলো চেলসির এই বদলে যাওয়া? ফুটবলের প্রতি আব্রামোভিচের আগ্রহই–বা কীভাবে সৃষ্টি হলো?
২০০২ সালের শুরুর দিকের কথা। আব্রামোভিচ একদিন ভাবলেন, তাঁর নতুন আগ্রহগুলো একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। ব্যবসার কাজে সব সময় ইউরোপের বিভিন্ন দেশে যেতে হয় তাঁকে। হঠাৎ একদিন একটা ফুটবল ম্যাচ দেখতে গেলেন আব্রামোভিচ। খেলা দেখতে দেখতেই খেয়াল করলেন, মনের মধ্যে কেমন একটা উত্তেজনা অনুভব করছেন। দর্শক সারিতে বসা অন্য দর্শকদের দিকে একচোখ তাকিয়ে দেখলেন। খেলাটার প্রতি দর্শকদের আবেগ বুঝতে একটুও সময় নেননি। তখনই ঠিক করলেন, এই খেলাটার অংশ হতে হবে তাঁকেও। তবে একটু অন্যভাবে। কিনতে চান কোনো ক্লাব।
যে ভাবা সেই কাজ। নেমে পড়লেন ক্লাবের খোঁজে। ২০০৩ সালের ১ জুলাই ব্রিটিশ পত্রপত্রিকার খবর চেলসিকে কিনে নিয়েছেন এক রাশিয়ান ব্যবসায়ী। সেই ব্যবসায়ীর নাম রোমান আব্রামোভিচ। শুরু থেকেই ক্লাবের একটা ব্র্যান্ড গড়ে তুলতে চেয়েছিলেন আব্রামোভিচ। এতে দরকার ছিল বড় অঙ্কের বিনোয়োগ। ক্লাবকে পরিচিত করে তুলতে দরকার ছিল বড় তারকা। দলবদলের বাজার সেই বিনোয়োগটা করেছেন আব্রামোভিচ। খেলোয়াড-কোচদের সর্বোচ্চ সুযোগ–সুবিধা দিতে কোনো কার্পণ্য করেননি তিনি। তার ফলও পেয়েছেন দ্রুতই।
আব্রামোভিচ চেলসির মালিকানা পাওয়ার আগে একবারও ইউরোপসেরার ট্রফি জেতেনি ইংলিশ ক্লাবটি। সেই চেলসির ট্রফি শোকেসে এখন দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি শোভা পাচ্ছে। ২০০৩ সালের আগে একবার লিগ ট্রফি ঘরে তুলতে পেরেছিল চেলসি। এখন সেই সংখ্যা পৌঁছেছে ছয়ে। লিগে চেলসির ৮৩.৩ শতাংশ সাফল্যই এসেছে আব্রামোভিচের মালিকানায়।
২০০৩ সালের আগে ইংল্যান্ড ক্লাব ফুটবলের সবচেয়ে পুরোনো আসর এফএ কাপ চেলসি জিতেছিল তিনবার। এখন চেলসির এফএ কাপের সংখ্যা ৮। চেলসি ইংলিশ লিগ কাপ ট্রফি জিতেছে পাঁচবার, যার তিনটিই ২০০৩ সালের পর।
১১৬ বছরের ক্লাব ইতিহাসে পাঁচবার মৌসুমে ডাবল জিতেছে চেলসি, যার সর্বশেষটি আসে ২০১২ সালে। সেবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল তারা। সেই মৌসুমে এফএ কাপের শিরোপাও জিতেছিল চেলসি। মৌসুমে পাঁচ ডাবলের চারটিই এসেছে আব্রামোভিচের মালিকানায়।
দর্শকের যে আগ্রহ আব্রামোভিচকে আগ্রহী করে তুলেছিল, সেখানেও পিছিয়ে নেই চেলসি। সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে উঠেছে চেলসির ৫০০ অফিশিয়াল সমর্থক ক্লাব। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১০ কোটি অনুসারী আছে ইংলিশ ক্লাবটির। ১৪০ মিলিয়ন পাউন্ডে (১ হাজার ৬৮০ কোটি টাকা) কিনেছিলেন চেলসি, যেখানে ৭৫ মিলিয়ন পাউন্ড (৯০০ কোটি টাকা) ঋণ ছিল। সেই চেলসির বর্তমান বাজারমূল্য ২ বিলিয়ন (২৪ হাজার কোটি টাকা)।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে