নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
লিগে সবচেয়ে কঠিন ম্যাচ খেলে সাইড লাইনের পাশে বসে দম নিচ্ছিলেন আতাউর রহমান ভূঁইয়া সিএসসি দলের ফুটবলাররা। সবচেয়ে কঠিন প্রতিপক্ষ নাসরিন স্পোর্টস একাডেমিকে ঠেকানোর স্বস্তিটা বেশিক্ষণ স্থায়ী হলো না তহুরা খাতুনদের। হঠাৎ মাঠে জ্ঞান হারালেন দলটির ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা। অ্যাম্বুলেন্সে করে তাঁকে পাঠানো হলো হাসপাতালেও!
নারী লিগে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল নাসরিন স্পোর্টস একাডেমি ও আতাউর রহমান ভূঁইয়া। দুই দলই জাতীয় দলের ফুটবলারদের সাজানো। খেলাটাও হলো হাড্ডাহাড্ডি। কেউ কাউকে হারাতে পারেনি। খেলা শেষ হয়েছে ২-২ গোলের ড্রয়ে।
শুরু থেকে শেষ পর্যন্ত চাপ নিয়ে খেলেছেন দুই দলের ফুটবলাররা। সঙ্গে প্রতিপক্ষ ছিল গরম। প্রচণ্ড চাপের মধ্যে খেলার প্রভাবটা পড়ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফরোয়ার্ড সাগরিকার ওপর। মাঠেই জ্ঞান হারালেন, মাঠে এল অ্যাম্বুলেন্স। সতীর্থরা তাঁকে ধরাধরি করে তুলে দেন অ্যাম্বুলেন্সে। আতাউর রহমান ভূঁইয়া দলের কোচ গোলাম রায়হান বাপন জানালেন, সাগরিকাকে নেওয়া হয়েছে মুগদা জেনারেল হাসপাতালে।
আতাউর রহমান ভূঁইয়া দলের এক কর্মকর্তা বললেন, ‘এই লিগের সবচেয়ে কঠিন ম্যাচ ছিল আজ। প্রচণ্ড চাপেই ও (সাগরিকা) অসুস্থ হয়ে গেছে।’ সাগরিকার সতীর্থ সৌরভী আকন্দ প্রীতি বলেন, ‘ওর (সাগরিকা) আগে থেকেই এই সমস্যা আছে। মাঝে মাঝে বুকে ব্যথা হয়। সেই ব্যথাই আজকে উঠেছে।’ বাফুফের এক কর্মকর্তাও সমর্থন দিলেন একই কথায়, ‘সাগরিকার আগে থেকেই এই সমস্যা আছে। গরমের কারণে হয়তো রক্তে সুগার কমে গেছে।’
এই বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ নারী সাফে ৪ গোল করে আলো কেড়েছিলেন সাগরিকা। হয়েছিলেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও। এবারের নারী লিগে ১০ গোল করে এখন পর্যন্ত যৌথভাবে শীর্ষ গোলদাতা সাগরিকা। আজ নাসরিনের বিপক্ষে গোল পাননি। ম্যাচে জোড়া গোল করে আলো কেড়েছেন সৌরভী আকন্দ প্রীতি। নাসরিনকে ঠেকিয়ে লিগ জমিয়ে তুলেছে আতাউর রহমান ভূঁইয়া।
আইপিএল থেকে মাঝপথেই দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন কাগিসো রাবাদা। গত তিন এপ্রিল তাঁর দেশে ফিরে যাওয়া কী কারণে, সেটিরও ব্যাখ্যা না রাবাদা, না তাঁর দল গুজরাট টাইটানস—কেউই দেয়নি। শুধু বলা হয়েছিল ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যাচ্ছেন তিনি।
৩১ মিনিট আগেতিন ম্যাচ পর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয়ের দেখা পেল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। পাঁচ গোলের লড়াইয়ে তলানির দল চট্টগ্রাম আবাহনীকে আজ ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। জোড়া গোল করেছেন বেন ইব্রাহিম।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব গ্রহণের পর আট মাস পার করেছেন ফারুক আহমেদ। এ সময়ের মধ্যে নানা বিতর্কে নাম এসে গেছে ফারুকের। বোর্ডের স্থায়ী আমানত (এফডিআর) কয়েকটি ব্যাংকে স্থানান্তর, সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন ভিসা’ সুবিধায় ব্যবসা পরিচালনা, আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এ
২ ঘণ্টা আগেআর্চারি বিশ্বকাপে নিয়মিতই খেলে থাকে বাংলাদেশ। তবে পদক কেবল একটি। চার বছর আগে মিশ্র দলীয় ইভেন্টে (রিকার্ভ) রুপা পেয়েছেন রোমান সানা ও দিয়া সিদ্দিকী। এই তারকা দম্পতি খেলা থিতু হয়েছেনর যুক্তরাষ্ট্রে। তবে দেশের আর্চারি থেমে নেই।
২ ঘণ্টা আগে