Ajker Patrika

বড় সুখবরই পেলেন ব্রাজিলের রাফিনিয়া

ক্রীড়া ডেস্ক    
চুক্তির মেয়াদ বাড়ালেন রাফিনিয়া। ছবি: এফসি বার্সেলোনা
চুক্তির মেয়াদ বাড়ালেন রাফিনিয়া। ছবি: এফসি বার্সেলোনা

দারুণ এক মৌসুম পার করছেন রাফিনিয়া। এর সুফলও পেলেন ক্লাব থেকে। চুক্তির মেয়াদের বাকি ছিল আরও দুই বছর। বাড়ানোর খুব তাড়া ছিল না। তবে মৌসুমজুড়ে যেভাবে পারফর্ম করেছেন রাফিনিয়া, চলতি মৌসুম শেষ হওয়ার আগেই ব্রাজিলিয়ান উইঙ্গারের আরও চুক্তি মেয়াদ বাড়িয়েছে বার্সেলোনা।

নতুন চুক্তির পর উচ্ছ্বসিত রাফিনিয়া বললেন, ‘এই ক্লাবে থাকতে চান ক্যারিয়ারের শেষ পর্যন্ত।’ বার্সেলোনায় রাফিনিয়ার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। এখন তা বাড়ানো হয়েছে ২০২৮ সালে জুন পর্যন্ত।

লিডস ইউনাইটেড থেকে ২০২২ সালে নিজের স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। কিন্তু পারছিলেন না দলের প্রত্যাশা পূরণ করতে। চোট আর ফর্ম মিলিয়ে শুরুর একাদশেই জায়গা পেতে হারিয়েছিলেন। তবে হান্সি ফ্লিক কোচ আসার পরই যেন বদলে যায় সবকিছু। স্বপ্নের মতো এ মৌসুম পার করছেন রাফিনিয়া। স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে ও লা লিগা—ঘরোয়া ট্রেবল জিতেছে কাতালান ক্লাবটি।

রাফিনিয়ার ক্লাব ক্যারিয়ারের সেরা মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬ ম্যাচে গোল করেছেন ৩৪টি, সহায়তা করেছেন আরও ২৫ গোলে। নতুন চুক্তির পর ২৮ বছর বয়সী তারকা আপ্লুত কণ্ঠে বললেন, ‘আমার জন্য এটা খুবই তৃপ্তিদায়ক ও দারুণ স্পেশাল। খুবই খুশি আমি এবং এই ক্লাবে আসার পর থেকেই আমার সবচেয়ে বড় ব্যক্তিগত চাওয়া ছিল সমর্থকদের আনন্দ উপহার দেওয়া। পরিবারের সঙ্গে কথা বলেছি আমি এবং আমার স্বপ্ন হলো ক্যারিয়ারের শেষ পর্যন্ত এই ক্লাবেই থাকা। সেটি আমি করতে চাই নিজের সেরা অবস্থায় থেকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ড. ইউনূসের পদত্যাগের গুঞ্জন, পরিস্থিতি নিয়ে যা বলছে রাজনৈতিক দল ও উপদেষ্টারা

ড. ইউনূস ‘পদত্যাগের বিষয়ে ভাবছেন’, বিবিসিকে নাহিদ

‘প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না’ লেখা পোস্টটি সরিয়ে ফেললেন ফয়েজ তৈয়্যব

পার্লামেন্টে জুতায় বিয়ার ঢেলে পান করে রাজনীতিকে বিদায় জানালেন এমপি

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি: অর্ধেক সনদ যাচাই শেষ, গরমিল ৪ শতাংশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত