Ajker Patrika

মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন বার্সেলোনার বিস্ময় বালক

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ১৩
মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন বার্সেলোনার বিস্ময় বালক

স্পেন দলে ডাক পেয়েই রেকর্ড গড়েছেন লামিনে ইয়ামাল। স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ডাক পেয়েছেন বার্সেলোনা বিস্ময় বালক। আজ মাঠে নামলেই আরও বড় রেকর্ড গড়বেন ১৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। 

জর্জিয়ার বিপক্ষে রাতে মাঠে নামলেই স্পেনের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হবেন ইয়ামাল। ১৬ বছর ১ মাস ২৬ দিন বয়সে রেকর্ডটি নিজের করে নেবেন। বর্তমানে রেকর্ডটির মালিক তাঁর ক্লাব ও জাতীয় দলের সতীর্থ গাভি। ২০২১ সালে ইতালির বিপক্ষে ১৭ বছর ৬২ দিনে বয়সে স্পেনের হয়ে অভিষেক হয়েছিল এই ফরোয়ার্ডের। 

আজ রাতে রেকর্ডটা নিজের করে নিতে না পারলেও পরে ম্যাচে সুযোগ থাকছে ইয়ামালের। আগামী ১৩ সেপ্টেম্বর স্পেন ইউরো বাছাইয়ের দ্বিতীয় ম্যাচ খেলবে সাইপ্রাসের বিপক্ষে। সেই ম্যাচে অভিষেক হলেও রেকর্ডটি ইয়ামালেরই হবে। গাভির সঙ্গে তাঁর বয়সের পার্থক্য প্রায় এক বছরের মতো আছে। 

স্পেনের হয়ে এই রেকর্ড গড়ার আগেই অবশ্য ক্লাব ফুটবলে রেকর্ড গড়েছেন ইয়ামাল। ১৫ বছর ২৯০ দিন বয়সে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে সর্বশেষ মৌসুমেই বার্সেলোনার সর্বকনিষ্ঠ ফুটবলার হয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত