ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার রিভার প্লেট স্টেডিয়ামে হবে এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। তবে সেই ফাইনালে নেই আর্জেন্টিনার কোনো দল। শিরোপা লড়াইয়ে নামবে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের দুই ক্লাব আতলেতিকো মিনেইরো ও বোতাফোগো। যে জিতুক, বুয়েনস এইরেসে যে হবে ব্রাজিলিয়ানদের উৎসব!
আজ রাত ২টায় হবে লাতিন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ফাইনাল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে ব্রাজিল। তবে লাতিন ক্লাব লড়াইয়ে দৃশ্যটা ভিন্ন। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে একক আধিপত্য ব্রাজিলিয়ানদের। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার অল-ব্রাজিল হচ্ছে লিবার্তোদোরেসে। এবারের ফাইনালে যে জিতুক, এ নিয়ে টানা ষষ্ঠবার এই টুর্নামেন্টের শিরোপা যাবে ব্রাজিলে।
লিবার্তোদোরেসের ৬৪ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ানদের এই সাফল্যকে অভূতপূর্ব বলায় যায়। টুর্নামেন্টের গত ফাইনালে মারাকানায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ঘরে সবশেষ এই শিরোপা গেছে ২০১৮ সালে। সেবার বুয়েনস এইরেস ও মাদ্রিদে দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভার প্লেট।
তবে এর পর থেকে হয়ে আসছে এক লেগের ফাইনাল। সেখানে একক আধিপত্য শুধু ব্রাজিলের। অবশ্য লিবার্তোদোরেসের সর্বোচ্চ ২৫ শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। তাদের চেয়ে একটি কম শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে তারা।
আর্জেন্টিনার রিভার প্লেট স্টেডিয়ামে হবে এবারের কোপা লিবার্তোদোরেসের ফাইনাল। তবে সেই ফাইনালে নেই আর্জেন্টিনার কোনো দল। শিরোপা লড়াইয়ে নামবে ফুটবলে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিলের দুই ক্লাব আতলেতিকো মিনেইরো ও বোতাফোগো। যে জিতুক, বুয়েনস এইরেসে যে হবে ব্রাজিলিয়ানদের উৎসব!
আজ রাত ২টায় হবে লাতিন ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের এই ফাইনাল। কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে কঠিন সময় পার করছে ব্রাজিল। তবে লাতিন ক্লাব লড়াইয়ে দৃশ্যটা ভিন্ন। সাম্প্রতিক কয়েক বছরে সেখানে একক আধিপত্য ব্রাজিলিয়ানদের। এ নিয়ে গত পাঁচ বছরের মধ্যে চতুর্থবার অল-ব্রাজিল হচ্ছে লিবার্তোদোরেসে। এবারের ফাইনালে যে জিতুক, এ নিয়ে টানা ষষ্ঠবার এই টুর্নামেন্টের শিরোপা যাবে ব্রাজিলে।
লিবার্তোদোরেসের ৬৪ বছরের ইতিহাসে ব্রাজিলিয়ানদের এই সাফল্যকে অভূতপূর্ব বলায় যায়। টুর্নামেন্টের গত ফাইনালে মারাকানায় ব্রাজিলের ফ্লুমিনেন্সের কাছে হারে আর্জেন্টিনার বোকা জুনিয়র্স। আর্জেন্টিনার ঘরে সবশেষ এই শিরোপা গেছে ২০১৮ সালে। সেবার বুয়েনস এইরেস ও মাদ্রিদে দুই লেগের ফাইনালে বোকা জুনিয়র্সকে হারিয়েছিল রিভার প্লেট।
তবে এর পর থেকে হয়ে আসছে এক লেগের ফাইনাল। সেখানে একক আধিপত্য শুধু ব্রাজিলের। অবশ্য লিবার্তোদোরেসের সর্বোচ্চ ২৫ শিরোপা গেছে আর্জেন্টিনার ঘরে। তাদের চেয়ে একটি কম শিরোপা জিতেছে ব্রাজিলিয়ানরা। তবে এবার সেই রেকর্ডে ভাগ বসাতে যাচ্ছে তারা।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১২ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে