Ajker Patrika

তিন শ কোটি টাকার কোচের এমন ‘ভুল’! 

তিন শ কোটি টাকার কোচের এমন ‘ভুল’! 

টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী উত্তেজনা সবাই নিতে পারে না! এ সময় কেউ কেউ চোখ বন্ধ করে রাখেন। কেউ বা টিভি সেটের সামনে থেকে দূরে গিয়ে প্রিয় দলের জয়ের প্রার্থনা করেন। তাঁদের সঙ্গে কি মানচিনিকে মেলানো যায়!

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে পরশুর সৌদি আরব-দক্ষিণ কোরিয়ার ম্যাচটিতে যারা গ্যালারিতে উপস্থিত ছিলেন কিংবা টিভির সামনে থেকে দেখেছেন মানচিনির কাণ্ড দেখে অবাকই হয়েছিলেন। টাইব্রেকার পর্ব শেষের আগেই স্টেডিয়ামের টানেল দিয়ে বেরিয়ে যান সৌদি আরবের ২৭৪ কোটি ৬৮ লাখ টাকা দামের ইতালিয়ান কোচ। এ নিয়ে তুমুল সমালোচনা। সেই সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ইতালির ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ী কোচ মানচিনি। জানিয়েছেন, ম্যাচ শেষ হয়ে গেছে ভেবেই তিনি টানেলের পথ ধরেছিলেন!

শিরোপা স্বপ্ন নিয়ে এশিয়ান কাপে খেলতে যাওয়া সৌদিরা ম্যাচ শেষের প্রায় আগ পর্যন্ত এগিয়ে থেকেও জিততে পারেনি। ১-০ গোলে এগিয়ে থাকা দলটি যোগ হওয়া সময়ের নবম মিনিটে গোল হজম করে ফেরে। ১-১ গোলে সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ২-৪ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মানচিনির দল। কথা উঠেছে টাইব্রেকার শেষ হওয়ার আগেই তাঁর টানেলের পথ ধরা নিয়ে। সৌদি ফুটবল ফেডারেশনের সভাপতি ইয়াসের আল-মিসেহাল তো বলেই ফেললেন, ‘কোচের (ম্যাচ শেষের আগেই) এই চলে যাওয়াটা অগ্রহণযোগ্য। এ নিয়ে তার সঙ্গে কথা বলব আমরা। জানতে চাইব, কেন এটা ঘটল।’

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনেও উঠল প্রশ্নটা। মানচিনির সরল স্বীকারোক্তি, ‘আমি ক্ষমা চাইছি...ভেবেছিলাম ম্যাচ শেষ হয়ে গেছে। এ কারণেই মাঠ ছেড়ে যাই। কাউকে অসম্মান করার উদ্দেশ্য আমার ছিল না।’ শেষ ষোলোর এই ম্যাচ টাইব্রেকারে জিতে শেষ আটে উঠে গেছে ইয়ুর্গেন ক্লিন্সমানের দক্ষিণ কোরিয়া। তাদের আগেই শেষ আট নিশ্চিত করেছে তাজিকিস্তান, জর্ডান, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান ও স্বাগতিক কাতার।

জিততে জিততে হেরে যাওয়ায় এমনিতেই হতাশ মানচিনি। যোগ হওয়া সময়ের লম্বা ব্যাপ্তি সেই হতাশায় যোগ করেছে ক্ষোভও। বললেন, ‘আমি বুঝতে পারছি না, কেন ১০ মিনিট সময় যোগ করা হলো!’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত