Ajker Patrika

৬৫ হাজার কোটি টাকার ক্লাব রিয়াল মাদ্রিদ 

৬৫ হাজার কোটি টাকার ক্লাব রিয়াল মাদ্রিদ 

রিয়াল মাদ্রিদকে অনেকে ‘রয়্যাল মাদ্রিদ’ নামেও ডাকেন। ক্লাবটির যে ফুটবল ইতিহাস, বড় মঞ্চে রেকর্ডের বন্যা এসব দেখে তাতে ‘রাজকীয় মাদ্রিদ’ উপাধি তাদের সঙ্গে ভালোমতোই মিলে যায়। রাজকীয় এই রিয়াল মাদ্রিদের দাম এখন প্রায় ৬৫ হাজার কোটি টাকা।

ফোর্বস কয়েক দিন আগে বিশ্বের সেরা দশ দামি ক্লাবের তালিকা প্রকাশ করেছে। মার্কিন এই সাময়িকীর হিসেব অনুসারে, রিয়ালের বাজার দর ৬০৭ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৬৪ হাজার ৭৯৫ কোটি টাকা। ২০১৩-১৪ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সর্বশেষ কোট: ১০ চ্যাম্পিয়নস লিগের মধ্যে পাচবার ফাইনাল খেলে প্রত্যকবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমের শিরোপা জিতেছিল রিয়াল। চলতি মৌসুমে মাদ্রিদ খেলেছে সেমিফাইনাল। আর গতবছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ, লা লিগা-দুটোই জিতেছিল।

রিয়ালের পরই এই তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের দাম ৬০০ কোটি ডলার (৬৪০৪৮ কোটি টাকা)। এ বছর রেড ডেভিলরা জিতেছে কারাবাও কাপ। যা গত ছয় বছরে ক্লাবটির প্রথম কোনো মেজর শিরোপা। ৬০০ কোটি ডলার দামের ওপরে থাকা ক্লাব এই দুটিই। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার দাম ৫৫১ কোটি ডলার (৫৮৮১৭ কোটি টাকা)। চলতি মৌসুমের লা লিগা জিতেছে বার্সা। চার বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলল কাতালানরা। চতুর্থ স্থানে আছে ৫৬৪৬৯ কোটি টাকা। আর চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি আছে পাঁচ নম্বরে। ম্যান সিটির দাম ৫৩২৬৬ কোটি টাকা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাচবারই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।

ফোর্বসের বিশ্বের সেরা দশ দামি ক্লাব (টাকায়):

রিয়াল মাদ্রিদ (৬৪৭৯৫ কোটি) 
ম্যানচেস্টার ইউনাইটেড (৬৪০৪৮ কোটি) 
বার্সেলোনা (৫৮৮১৭ কোটি) 
লিভারপুল (৫৬৪৬৯ কোটি) 
ম্যানচেস্টার সিটি (৫৩২৬৬ কোটি) 
বায়ার্ন মিউনিখ (৫১৮৭৮ কোটি) 
প্যারিস সেইন্ট জার্মেই (৪৪৯৪০ কোটি) 
চেলসি (৩৩০৯১ কোটি) 
টটেনহাম হটস্পার (২৯৮৮৯ কোটি) 
আর্সেনাল (২৪১২৪ কোটি)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত