Ajker Patrika

চোটে পড়ে তবে পিএসজির উপকারই করলেন নেইমার! 

চোটে পড়ে তবে পিএসজির উপকারই করলেন নেইমার! 

চোটটা যদি গত মৌসুমেও পেতেন নেইমার, তবে এতক্ষণে হয়তো হাহাকারে পড়ে যেত পিএসজি শিবিরে। ব্রাজিলিয়ান তারকা অবশ্য চোট প্রতি মৌসুমেই কম-বেশি পান, আর তাকে নিয়ে পিএসজির আক্ষেপও আছে অনেক কিন্তু নেইমারের এবারের চোট যেন শাপে-বর হয়ে এসেছে প্যারিসের ক্লাবটির জন্য। কারণ নেইমারের শূন্যস্থান পূরণে যে এবার দলে আছেন লিওনেল মেসি।

এই সপ্তাহে সাঁ-এতিঁয়েনের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোটে ছয় থেকে আট সপ্তাহের জন্য ছিটকে গেছেন নেইমার। ২০২১ সালে আর মাঠে ফেরা হচ্ছে না বিশ্বের দামি ফুটবলারের। দলের দামি ফুটবলারকে এই বছরে না পাওয়া নিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো, আবার একই সঙ্গে তার কথাতেও যেন মনে হয়েছে নেইমার না থাকায় তিনি খুশি!

নিসের বিপক্ষে আজ ঘরের মাঠে ম্যাচ খেলবে পিএসজি। সেই ম্যাচের আগে গতকাল সংবাদ সম্মেলনে পচেত্তিনো বলেছেন, ‘আমার খারাপ লাগছে কারণ নেইমার এমন একজন ফুটবলার যে খেলতে ভালোবাসে। আমরা হয়তো নেইমারের মতো কাউকে পাব না কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব কৌশলগত দিক থেকে তার কাছাকাছি মানের ফুটবলার খুঁজে বের করার।’

ফ্রান্সের ফুটবল বিশ্লেষকেরা পচেত্তিনোর এই কথার মানে দাঁড় করিয়েছেন, নেইমারের বিকল্প হিসেবে মেসির দিকেই ইঙ্গিত করেছেন পিএসজি কোচ। বার্সা ছেড়ে প্যারিসে আসার পর খানিকটা ছন্দহীনতায় ভুগছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। বন্ধু নেইমার না থাকায় মাঠে বেশ কিছু জায়গায় খেলার স্বাধীনতা পাবেন মেসি যা তার ছন্দ ফেরাতে কাজে আসবে। আবার পাশাপাশি  কিলিয়ান এমবাপ্পের  সঙ্গে সম্পর্কটা মজবুত হলে দিনে দিনে নেইমারের ওপর থেকে নির্ভরশীলতাও  কমিয়ে আনতে পারবে পারিসিয়ানরা। চোটে না পড়ে নেইমার যদি মাঠে থাকতেন, মেসি কী এতটা সুযোগ তবে পেতেন?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

‘কলেমা পড়ে বিয়ে’ করা স্ত্রীর ঘরে গিয়ে মধ্যরাতে ঘেরাও পুলিশ কনস্টেবল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত