Ajker Patrika

মেসিকে কেনার ধকল সামলাতে ৭ ফুটবলার ছাড়ছে পিএসজি!

মেসিকে কেনার ধকল সামলাতে ৭ ফুটবলার ছাড়ছে পিএসজি!

এ মৌসুমে ফ্রি এজেন্ট লিওনেল মেসিকে দলে ভেড়ায় প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে বেতন-বোনাস বাবদ আর্জেন্টাইন মহাতারকাকে ঠিকই বিশাল অঙ্কের টাকা দিতে হচ্ছে ফরাসি ক্লাবটিকে। 

শোনা যায়, ফুটবলার কেনার জন্য টাকার বস্তা নিয়ে বসে থাকে পিএসজি। কিন্তু মেসিকে কেনার আর্থিক চাপ সামলাতে নাকি এখন উল্টো ৭ ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে কাতার ধনকুবেরের পিএসজি। আর্থিক দিক থেকে সাশ্রয়ের জন্য এক প্রকার বাধ্য হয়ে জানুয়ারির শীতকালীন দলবদলে ৭ ফুটবলারকে ছেড়ে দিতে পারে ফরাসি পরাশক্তিরা। তবে কোন ফুটবলারদের ছাড়া হতে পারে, সে বিষয়ে ক্লাবের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। 

এবারের মৌসুমে চারজন ফুটবলার দলে ভিড়িয়েছে পিএসজি। মেসি ছাড়াও সেই তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের সার্জিও রামোস, এসি মিলানের ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমা ও নেদারল্যান্ডসের মিডফিল্ডার জর্জিনিয়ো ভাইনালডাম। এক মেসিকে কিনতে গিয়েই পিএসজিকে গুনতে হয়েছে ৪ কোটি ১০ লাখ ইউরো (প্রায় ৪০০ কোটি টাকা)। 

এক মৌসুমে কোনো ক্লাব কত খরচ করে, সেটার একটা হিসেব থাকে ফিফার কাছে। আয়-ব্যয়ের হিসেবে কোনো অমিল থাকলে ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। বর্তমান দলের খেলোয়াড়দের বেতন মেটাতে গিয়ে পিএসজিকে মোট ৩০ কোটি ইউরো (২ হাজার ৯০০ কোটি টাকারও বেশি) খরচ করতে হচ্ছে। 

প্রতি বছর এই মোটা অঙ্কের খরচ মেটাতে সমস্যায় পড়তে হতে পারে পিএসজিকে। এ জন্য ঝুঁকি নিতে চাইছে না ক্লাবটি। জানা গেছে, এ কারণে ৭ ফুটবলারকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে ফরাসি ক্লাবটি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত