Ajker Patrika

জুভেন্টাসে ফিরতে চান কন্তে 

জুভেন্টাসে ফিরতে চান কন্তে 

চলতি মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় তুরিনের বুড়ি’রা রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও জুভরা এখনো জয়ের মুখ দেখেনি। এমন হতাশাজনক সময় গুঞ্জন চলছে, বর্তমান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির পরিবর্তে কোচ হয়ে তুরিনে ফিরতে পারেন আন্তোনিও কন্তে। এ ব্যাপারে কন্তে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন।   

ইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আন্তোনিও কন্তের সঙ্গে জুভেন্টাসের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। তুরিনে ফেরার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেননি এবং তাঁর সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।

২০১১ থেকে ২০১৪— এই তিন বছর জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেছেন কন্তে। তখন হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছিল জুভরা। অন্যদিকে, কন্তের অধীনে চলতি মৌসুমে টটেনহাম দারুণ খেলছে। এখনো পর্যন্ত সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে আছে স্পার্সরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত