চলতি মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় তুরিনের বুড়ি’রা রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও জুভরা এখনো জয়ের মুখ দেখেনি। এমন হতাশাজনক সময় গুঞ্জন চলছে, বর্তমান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির পরিবর্তে কোচ হয়ে তুরিনে ফিরতে পারেন আন্তোনিও কন্তে। এ ব্যাপারে কন্তে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন।
ইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আন্তোনিও কন্তের সঙ্গে জুভেন্টাসের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। তুরিনে ফেরার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেননি এবং তাঁর সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।
২০১১ থেকে ২০১৪— এই তিন বছর জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেছেন কন্তে। তখন হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছিল জুভরা। অন্যদিকে, কন্তের অধীনে চলতি মৌসুমে টটেনহাম দারুণ খেলছে। এখনো পর্যন্ত সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে আছে স্পার্সরা।
চলতি মৌসুমে বেশ বাজে সময় যাচ্ছে জুভেন্টাসের। সিরি ‘আ’তে পয়েন্ট তালিকায় তুরিনের বুড়ি’রা রয়েছে আট নম্বরে। চ্যাম্পিয়নস লিগেও জুভরা এখনো জয়ের মুখ দেখেনি। এমন হতাশাজনক সময় গুঞ্জন চলছে, বর্তমান কোচ ম্যাসিমিলানো আলেগ্রির পরিবর্তে কোচ হয়ে তুরিনে ফিরতে পারেন আন্তোনিও কন্তে। এ ব্যাপারে কন্তে নিজেও আগ্রহ প্রকাশ করেছেন।
ইতালিয়ান গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, আন্তোনিও কন্তের সঙ্গে জুভেন্টাসের আলাপ-আলোচনা শুরু হয়ে গেছে। তুরিনে ফেরার ব্যাপারটা তিনি প্রত্যাখ্যান করেননি এবং তাঁর সাবেক ক্লাবে ফেরার সম্ভাবনা এখনো রয়েছে।
২০১১ থেকে ২০১৪— এই তিন বছর জুভেন্টাসে কোচের দায়িত্ব পালন করেছেন কন্তে। তখন হ্যাটট্রিক সিরি ‘আ’ জিতেছিল জুভরা। অন্যদিকে, কন্তের অধীনে চলতি মৌসুমে টটেনহাম দারুণ খেলছে। এখনো পর্যন্ত সাত ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে তিন নম্বরে আছে স্পার্সরা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৮ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৯ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
১০ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
১১ ঘণ্টা আগে