শেষ আটে যেতে জিততেই হতো যুক্তরাষ্ট্রকে। কিন্তু উল্টো হেরে বসে স্বাগতিকেরাই এখন হয়ে গেল দর্শক। কানসাস সিটিতে যুগ্মভাবে সর্বোচ্চ ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচরা। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে অরল্যান্ডোতে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পানামা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম এই মহাদেশীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল তারা।
উরুগুয়ে আগেই শেষ আট নিশ্চিত করে ফেলেছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এবার হলো গ্রুপ-সেরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হলো পানামা। এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে ছিলেন না কোচ মার্সেলো বিয়েলসা। তার পরও মাথা উঁচু করে মাঠে ছেড়েছেন উরুগুইয়ানরা। ৬৬ মিনিটে মাথিয়াস অলিভেরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই গোল আর শোধ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। কোপার ইতিহাসে স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বেই বিদায়ের লজ্জার রেকর্ড গড়ল গ্রেগ বারহাল্টারের দল।
শেষ আটে যেতে যুক্তরাষ্ট্রের মতোই সমীকরণের সামনে ছিল পানামা। সেই সমীকরণ তারা মিলিয়েছে দাপুটে জয়ে। ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে সেই গোল শোধ দেয় বলিভিয়া। যুক্তরাষ্ট্র যদি হারতো আর ড্র করলেও শেষ আটে যেতে অসুবিধা ছিল পানামার। তবে সেই সমীকরণের সামনে পড়তে হয়নি তাদের। ৭৯ ও ৯১ মিনিটে আরও ২টি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে পানামা।
শেষ আটে যেতে জিততেই হতো যুক্তরাষ্ট্রকে। কিন্তু উল্টো হেরে বসে স্বাগতিকেরাই এখন হয়ে গেল দর্শক। কানসাস সিটিতে যুগ্মভাবে সর্বোচ্চ ১৫ বারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন উরুগুয়ের কাছে ১-০ গোলে হেরেছেন ক্রিস্টিয়ান পুলিসিচরা। ‘সি’ গ্রুপের আরেক ম্যাচে অরল্যান্ডোতে বলিভিয়াকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে পানামা। নিজেদের ইতিহাসে এবারই প্রথম এই মহাদেশীয় টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠল তারা।
উরুগুয়ে আগেই শেষ আট নিশ্চিত করে ফেলেছিল। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে এবার হলো গ্রুপ-সেরা। ৬ পয়েন্ট নিয়ে তাদের সঙ্গী হলো পানামা। এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডাগআউটে ছিলেন না কোচ মার্সেলো বিয়েলসা। তার পরও মাথা উঁচু করে মাঠে ছেড়েছেন উরুগুইয়ানরা। ৬৬ মিনিটে মাথিয়াস অলিভেরার গোলে এগিয়ে যায় উরুগুয়ে। সেই গোল আর শোধ দিতে পারেনি যুক্তরাষ্ট্র। কোপার ইতিহাসে স্বাগতিক দল হিসেবে গ্রুপ পর্বেই বিদায়ের লজ্জার রেকর্ড গড়ল গ্রেগ বারহাল্টারের দল।
শেষ আটে যেতে যুক্তরাষ্ট্রের মতোই সমীকরণের সামনে ছিল পানামা। সেই সমীকরণ তারা মিলিয়েছে দাপুটে জয়ে। ২২ মিনিটে এগিয়ে যায় পানামা। ৬৯ মিনিটে সেই গোল শোধ দেয় বলিভিয়া। যুক্তরাষ্ট্র যদি হারতো আর ড্র করলেও শেষ আটে যেতে অসুবিধা ছিল পানামার। তবে সেই সমীকরণের সামনে পড়তে হয়নি তাদের। ৭৯ ও ৯১ মিনিটে আরও ২টি গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে পানামা।
জয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
৫ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৬ ঘণ্টা আগেআগের দিন বাংলাদেশকে হারিয়ে ফাইনালে নাম লেখায় ভারত। তাই আজ বাংলাদেশ-পাকিস্তানের সুপার ফোরের লড়াইটি হয়ে দাঁড়ায় এশিয়া কাপের অলিখিত সেমিফাইনাল। যে দল জিতবে সে দলই নাম লেখাবে ফাইনাল।
৮ ঘণ্টা আগেমোস্তাফিজুর রহমানের বল সালমান আলী আগার ব্যাট ছুঁয়ে চলে গিয়েছিল উইকেটের পেছনে থাকা জাকের আলীর গ্লাভসে। বোলার-ফিল্ডাররা আবেদন করলেও আউট দেননি আম্পায়ার। তবে রিভিউ নিয়ে জয়ী হয়েছে বাংলাদেশ। দলের বিপর্যয়ে যখন ব্যাটিং দৃঢ়তা দেখানোর কথা, তখনই দলের বিপদ বাড়িয়ে ফিরে গেলেন অধিনায়ক সালমান।
৮ ঘণ্টা আগে