ঠিক যেন চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সটাই টেনে আনলেন এই ম্যাচে। জোড়া গোলে ফের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে গোলের সুযোগ করে দিলেন লিওলেন মেসি। তাতে ফরাসি লিগ ওয়ানে এএস মোনাকোকে ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের মৌসুমে দুই দেখাতেই হারের বদলটা নিল তারা।
পার্ক দেস প্রিন্সেসে গত রাতে নিজের সাবেক ক্লাবের জালে দুইবার বল পাঠিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। লিগে টানা দুই ড্রয়ের পর দারুণ এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল।
১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চূড়ায় পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। ২৬ পয়েন্ট নিয়ে আটে আছে মোনাকো।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগাকে পিএসজি উড়িয়ে দেয় ৪-১ গোলে। ওই ম্যাচে দুটি করে গোল করেন মেসি ও এমবাপ্পে।
যদিও কাল পিএসজির শুরুটা ছিল নড়বড়ে। তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকেরা। সোফিয়ান দিওপের শট পোস্টে লাগলে বেঁচে যায় তারা।
ভুল শুধরে ১২ মিনিটেই অবশ্য এগিয়ে যায় পিএসজি। মোনাকোর ডি বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। মেসি পেনাল্টি শট নেওয়ার সুযোগ দেন এমবাপ্পেকে। ফরাসি তারকার সফল স্পট কিকে এগিয়ে যায় পচেত্তিনোর দল।
বিরতির আগেই মেসি-এমবাপ্পের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে বল পেয়ে বাঁ দিকে ফাঁকায় দাঁড়ানো এমবাপ্পেকে বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী তরুণ। পূর্ণ করেন লিগে পিএসজির হয়ে তাঁর শততম গোল।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ায় ব্যবধান আর বাড়েনি।
ঠিক যেন চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ ম্যাচের পারফরম্যান্সটাই টেনে আনলেন এই ম্যাচে। জোড়া গোলে ফের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপ্পে। তাঁকে গোলের সুযোগ করে দিলেন লিওলেন মেসি। তাতে ফরাসি লিগ ওয়ানে এএস মোনাকোকে ২-০ গোলে হারাল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। আগের মৌসুমে দুই দেখাতেই হারের বদলটা নিল তারা।
পার্ক দেস প্রিন্সেসে গত রাতে নিজের সাবেক ক্লাবের জালে দুইবার বল পাঠিয়ে পিএসজির হয়ে লিগ ওয়ানে ১০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেললেন এমবাপ্পে। লিগে টানা দুই ড্রয়ের পর দারুণ এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করল মরিসিও পচেত্তিনোর দল।
১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে চূড়ায় পিএসজি। এক ম্যাচ কম খেলে ৩২ পয়েন্ট নিয়ে দুইয়ে অলিম্পিক মার্শেই। ২৬ পয়েন্ট নিয়ে আটে আছে মোনাকো।
গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে ক্লাব ব্রুগাকে পিএসজি উড়িয়ে দেয় ৪-১ গোলে। ওই ম্যাচে দুটি করে গোল করেন মেসি ও এমবাপ্পে।
যদিও কাল পিএসজির শুরুটা ছিল নড়বড়ে। তৃতীয় মিনিটে গোল খেতে বসেছিল স্বাগতিকেরা। সোফিয়ান দিওপের শট পোস্টে লাগলে বেঁচে যায় তারা।
ভুল শুধরে ১২ মিনিটেই অবশ্য এগিয়ে যায় পিএসজি। মোনাকোর ডি বক্সে আনহেল দি মারিয়া ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দেন রেফারি। মেসি পেনাল্টি শট নেওয়ার সুযোগ দেন এমবাপ্পেকে। ফরাসি তারকার সফল স্পট কিকে এগিয়ে যায় পচেত্তিনোর দল।
বিরতির আগেই মেসি-এমবাপ্পের দারুণ বোঝাপড়ায় ব্যবধান দ্বিগুণ হয়। মাঝমাঠে বল পেয়ে বাঁ দিকে ফাঁকায় দাঁড়ানো এমবাপ্পেকে বাড়ান আর্জেন্টাইন মহাতারকা। ডান পায়ের শটে দূরের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন বিশ্বকাপ জয়ী তরুণ। পূর্ণ করেন লিগে পিএসজির হয়ে তাঁর শততম গোল।
বিরতির পর বেশ কয়েকটি সুযোগ হাতছাড়ায় ব্যবধান আর বাড়েনি।
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৭ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৯ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
১০ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১২ ঘণ্টা আগে