পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অভ্যাস রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। এস্তাদিও মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল দেখা গেছে একই ঘটনা। লা লিগা আলমেরিয়ার বিপক্ষে এবারের জয়ের নায়ক জুড বেলিংহাম।
আলমেরিয়া গতকাল এগিয়ে গিয়েছিল অল্প সময়েই। ৩ মিনিটে লুকাস রবার্তোনের গোলে অ্যাসিস্টে গোল করেন সার্জিও আরিবাস। এরপর ১৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রিয়াল এগিয়ে যায় অল্প সময়েই। ৬০ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন বেলিংহাম, যা ছিল বেলিংহাম ও রিয়ালের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল, যেখানে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলে অ্যাসিস্ট করেছেন বেলিংহাম।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন বেলিংহাম। পিছিয়ে পড়ে রিয়ালের জয় দেখলেন মাদ্রিদে এসেই। তবে তিনি এমন ঘটনা দেখে আসছেন অনেক আগে থেকেই। ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যাচ শেষে বলেন, ’ রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ আসল। যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে দেখে অভ্যস্ত। মনে হচ্ছিল যে তারা নিশ্চিতভাবেই পারবে না। শেষ পর্যন্ত তারা পারত। এখন আমি এখানে এসে তা দেখছি। কোনো ভয়ই নেই কারও মধ্যে। আমরা ঘুরে দাঁড়াব।’
রিয়ালের হয়ে বেলিংহাম খেলেছেন দুই ম্যাচ। করেছেন ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গতকাল রিয়ালের ৩ গোলেই অবদান রেখেছেন।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অভ্যাস রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। এস্তাদিও মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল দেখা গেছে একই ঘটনা। লা লিগা আলমেরিয়ার বিপক্ষে এবারের জয়ের নায়ক জুড বেলিংহাম।
আলমেরিয়া গতকাল এগিয়ে গিয়েছিল অল্প সময়েই। ৩ মিনিটে লুকাস রবার্তোনের গোলে অ্যাসিস্টে গোল করেন সার্জিও আরিবাস। এরপর ১৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রিয়াল এগিয়ে যায় অল্প সময়েই। ৬০ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন বেলিংহাম, যা ছিল বেলিংহাম ও রিয়ালের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল, যেখানে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলে অ্যাসিস্ট করেছেন বেলিংহাম।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন বেলিংহাম। পিছিয়ে পড়ে রিয়ালের জয় দেখলেন মাদ্রিদে এসেই। তবে তিনি এমন ঘটনা দেখে আসছেন অনেক আগে থেকেই। ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যাচ শেষে বলেন, ’ রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ আসল। যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে দেখে অভ্যস্ত। মনে হচ্ছিল যে তারা নিশ্চিতভাবেই পারবে না। শেষ পর্যন্ত তারা পারত। এখন আমি এখানে এসে তা দেখছি। কোনো ভয়ই নেই কারও মধ্যে। আমরা ঘুরে দাঁড়াব।’
রিয়ালের হয়ে বেলিংহাম খেলেছেন দুই ম্যাচ। করেছেন ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গতকাল রিয়ালের ৩ গোলেই অবদান রেখেছেন।
চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে গত রাতে যুজবেন্দ্র চাহালের অপেক্ষা যেন ফুরোচ্ছিল না। মাত্র কয়েক সেকেন্ডের জন্য আকাশে বল ভেসে থাকলেও সেই মুহূর্ত অনেক দীর্ঘ মনে হচ্ছিল চাহালের। অবশেষে লং অনে মার্কো ইয়ানসেন ক্যাচটা ধরতেই হ্যাটট্রিক হয়ে গেল চাহালের।
২ মিনিট আগেসিরিজ শুরুর আগে সিলেটে সংবাদ সম্মেলনে অধিনায়ক শান্ত বলেছিলেন, প্রস্তুতি ভালো ছিল এবং সিরিজ জেতার লক্ষ্য নিয়েই খেলবেন। সিলেট টেস্টে হারের পর দৃশ্য বদলে গেছে। শান্তদের ওপর উল্টো জেঁকে বসে রাজ্যের চাপ। সিলেট টেস্টে হেরে নিজের ব্যাটিংকে দায়ী করেছিলেন বাংলাদেশ অধিনায়ক।
১ ঘণ্টা আগেমার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
২ ঘণ্টা আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
২ ঘণ্টা আগে