Ajker Patrika

আল নাসরে গোলের অভিষেকে আনন্দিত রোনালদো

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ১০
আল নাসরে গোলের অভিষেকে আনন্দিত রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।

গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’

২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।

আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

কাতারের রাজপরিবারের দেওয়া বিলাসবহুল বিমান না নেওয়াটা বোকামি: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত