ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে ব্যাপারটা যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারার মতো। আল নাসরের হয়ে গতকালকেই করলেন প্রথম গোল। আল ফতেহর বিপক্ষে নিশ্চিত হার এড়িয়েছে তাঁর দল। সৌদি লিগে প্রথম গোল করতে পেরে আনন্দিত পর্তুগিজ এই ফরোয়ার্ড।
গতকাল প্রিন্স আব্দুল্লাহ বিন জালাউই স্টেডিয়ামে সৌদি প্রো লিগে মুখোমুখি হয় আল ফতেহ ও আল নাসর। ম্যাচের ১২ মিনিটে ক্রিস্টিয়ান তেলোর গোলে এগিয়ে যায় আল ফতেহ। এরপর ৪২ মিনিটে সমতায় ফেরে আল নাসর। গিসলেইন কোনানের অ্যাসিস্টে গোল করেন তালিসকা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে অল্প সময়েই এগিয়ে যায় আল ফতেহ। ৫৮ মিনিটে মারওয়ান সাদানের অ্যাসিস্টে গোল করেন সোফিয়ান বেনদেবকা। একটা সময় আল নাসরের পরাজয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল, তখনই রোনালদোর চমক। পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে সমতায় ফেরান রোনালদো। ম্যাচ শেষ হয় ২-২ গোলে। ম্যাচ শেষে টুইটারে রোনালদো লিখেছেন, ‘সৌদি লিগে নিজের প্রথম গোল করতে পেরে আনন্দিত। কঠিন এই ম্যাচ ড্র করতে পুরো দল দারুণ চেষ্টা করেছে।’
২-২ গোলের এই ড্রয়ে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট পেল আল নাসর। তাতে সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকার শীর্ষে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল শাবাবের পয়েন্ট ৩৪। শুধু গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে রোনালদোরা।
আল নাসরের হয়ে এই নিয়ে তৃতীয় ম্যাচ খেললেন রোনালদো। তৃতীয় ম্যাচে এসে ক্লাবটির হয়ে প্রথম গোল করেন পর্তুগিজ এই ফরোয়ার্ড। গোল না পাওয়া আগের দুই ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে হেরেছে আল নাসর। যার মধ্যে রয়েছে সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল-ইত্তিহাদের বিপক্ষে পরাজয়ের ম্যাচ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে হার দিয়ে শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আজ তারা ৭৯ রানে হরে গেছে পাকিস্তান শাহিনস তথা পাকিস্তান ‘এ’ দলের কাছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ দলের ক্রিকেটারদের মধ্যে তাওহীদ হৃদয় ফেসবুকে সাধারণত যেকোনো বিষয়ে পোস্ট দেন বিস্তারিত লিখে। আজ ফেসবুকে তিনি যেটা লিখেছেন, সেখানে রীতিমতো ক্ষোভই ঝেড়েছেন। কিন্তু কী নিয়ে খেপলেন বাংলাদেশ দলের তরুণ ক্রিকেটার?
২ ঘণ্টা আগেবাবা কিংবদন্তি ক্রিকেটার। ছেলে নিজেও ক্রিকেট খেলেন। কিন্তু বাবা এতই বড় ক্রিকেটার ছিলেন যে—তাঁর ছায়া থেকে বেরিয়ে আসা হয়নি অর্জুন টেন্ডুলকারের। এতক্ষণে নিশ্চয়ই বুঝে ফেলার কথা, বলা হচ্ছে শচীন টেন্ডুলকার তনয় অর্জুনের কথা।
২ ঘণ্টা আগে