Ajker Patrika

মেসিরা ব্যর্থ হলে ব্রাজিলকে সমর্থন দেবেন স্কালোনি

আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৫: ২০
মেসিরা ব্যর্থ হলে ব্রাজিলকে সমর্থন দেবেন স্কালোনি

পোল্যান্ডের বিপক্ষে স্টেডিয়াম ৯৭৪-এ আজ বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা। দ্বিতীয় রাউন্ডে যেতে আর্জেন্টিনার সামনে রয়েছে অনেক সমীকরণ। তবে আর্জেন্টিনা না পারলেও লিওনেল স্কালোনির চাওয়া, লাতিন আমেরিকার কেউ বিশ্বকাপ জিতুক। আর্জেন্টাইন কোচ এখানে বেছে নিয়েছেন ব্রাজিলকে।

সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হেরে কাতার বিশ্বকাপ শুরু করেছিল আর্জেন্টিনা। এরপর মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে ফেরে আর্জেন্টিনা। আর্জেন্টিনার মতো লাতিন আমেরিকার দেশ উরুগুয়েও নিশ্চিত করতে পারেনি শেষ ষোলোতে যাওয়া। আর ইকুয়েডর তো গতকালই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। অন্যদিকে দুই ম্যাচ জিতে ব্রাজিল নিশ্চিত করে ফেলেছে দ্বিতীয় রাউন্ড। যেখানে সার্বিয়াকে ২-০ গোলে এবং সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছিল সেলেসাওরা। 

শেষ ষোলো অগ্রিম নিশ্চিত করায় ব্রাজিলকে অভিনন্দন জানিয়েছেন স্কালোনি। গতকাল সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ বলেন, ‘যদি আর্জেন্টিনা না পারে, তাহলে আমি চাইব কোনো দক্ষিণ আমেরিকার দল জিতুক। ব্রাজিলে আমার অনেক বন্ধু আছে। তারা দুই ম্যাচ জিতেছে এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। ব্রাজিল দ্বিতীয় রাউন্ডে চলে যাওয়ায় আমি খুশি।’ 

সার্বিয়া, সুইজারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করা ব্রাজিলের গ্রুপ পর্বের ম্যাচ বাকি একটি। লুসাইলে শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে ‘জি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত