রানা আব্বাস, নিউইয়র্ক থেকে
ওলে, ওলে, ওলে...এ গান এত কর্ণভেদী আর এত শক্তিশালী, এত দিন শুধু দূর থেকেই জানা হয়েছে। পরশু সেটি খুব কাছ থেকে দেখা হলো। মাঠে আর্জেন্টিনা-সমর্থকদের উত্তেজনা, প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা-সমর্থনের প্রকাশটা কেমন, সেটি দেখার সুযোগ হলো। সেটিও আবার নিউজার্সির ৮২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে।
মার্কিন মুলুকে আসা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে। যুক্তরাষ্ট্র-পর্বের পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এখন সেটির শেষ অংশ মঞ্চস্থ হওয়ার অপেক্ষা। সুপার এইট থেকে বাংলাদেশ দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর টুর্নামেন্ট কাভার করতে আসা অধিকাংশ বাংলাদেশি সাংবাদিকের মতো এই প্রতিবেদকেরও সময় হয়েছে দেশে ফেরার। নিউইয়র্ক থেকে ফেরার আগে আকস্মিকভাবে সুযোগ মিলে গেল কোপা আমেরিকায় আর্জেন্টিনা-চিলি ম্যাচটি গ্যালারিতে বসে দেখার। আরও একটি কারণে ম্যাচটি দেখা, বিশ্বকাপ ফাইনাল আয়োজনে কেন এই মাঠকেই বেছে নিয়েছে ফিফা, সেটিও বোঝার চেষ্টা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামটা আর্জেন্টিনার সমর্থকদের কাছে একচিলতে বেদনার ভিটেমাটিও। এ স্টেডিয়ামেই ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের যন্ত্রণা সইতে না পেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার পরে আবার ফিরেছেন এবং তাঁর অর্জনের খাতায় কী কী যোগ হয়েছে, সেসব তো জানাই। কাল সেই চিলির বিপক্ষে মেটলাইফে আরেকটি কোপার ম্যাচে কী করে মেসির আর্জেন্টিনা, সেটাই ছিল দেখার।
ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে চিলির লাল জার্সি পরিহিত দর্শকেরা যেন লীন হয়ে গেল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির স্রোতে। ‘ভামোস আর্হেন্তিনা-আর্হেন্তিনা’ আর ‘মেসি-মেসি-মেসি’ কোরাস ম্যাচজুড়ে; তাতে বিশাল স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চিলির দর্শকদের লাল লাল কিছু বিন্দুর মতো দেখায়। ভ্রমরের গুঞ্জনের মতো ওলে-ওলে গানের সুরে কেমন এক অদ্ভুত মাদকতা তৈরি করে চারদিকে। কাছাকাছি বসা এক চিলিয়ান নারী সমর্থক নিয়ে এসেছেন ছোট্ট দুই শিশুপুত্রকে। দুই খুদে সমর্থকের একজনের গায়ে মেসির ‘১০’ নম্বর জার্সি, আরেকজনের গায়ে চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজের।
ম্যাচের প্রথমার্ধ যায়, দ্বিতীয়ার্ধও প্রায় শেষ হয়ে আসে, আর্জেন্টিনা কেন যেন চিলির গোলমুখ খুলতে পারছিল না। মেসিকে অধিকাংশ সময়ে ছোট ছোট পায়ে হেঁটেই বেড়াতে দেখা গেল। তাঁর কাছে বল আসার পকেটগুলো কড়া পাহারায় বন্ধ করে রেখেছিল চিলিয়ান জমাট রক্ষণ। তবু বল এলেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জাদুকর তাঁর পায়ের জাদু দেখানোর সর্বোচ্চ চেষ্টাই করেছেন। আর মেসির পায়ে বল মানেই বিশাল গ্যালারি কেঁপে ওঠা। চিলির ডিফেন্ডারের বাজে ট্যাকলে মেসি পড়ে গেলে ‘উউউউ...’ বলে বিকট আওয়াজ। আবার এমিলিয়ানো মার্তিনেজ ত্রাতা হয়ে দলকে রক্ষা করলে স্বস্তির করতালি। তাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত আসে ম্যাচের একেবারে শেষ দিকে মেসির কর্নারে রিবাউন্ড শটে লাওতারো মার্তিনেজ গোল করলে। সেই গোলের পর যখন ভিএআর চেক হচ্ছিল, তখন আর্জেন্টিনা-সমর্থকদের দুরুদুরু অপেক্ষাটাও ছিল দেখার মতো।
সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা-সমর্থকেরা ঘরে ফিরেছে ম্যাচ জয় আর কোপার কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ নিয়ে। ঠিক দুই বছরে এ মাঠে যখন বিশ্বকাপের ফাইনাল হবে, আর্জেন্টিনাকে দেখা যাবে তো? গ্যালারি থেকে বের হতে হতে আর্জেন্টাইন সমর্থক ক্রিশ্চিয়ানো আশাবাদী, আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠবে। বাংলাদেশের নাম শুনেছেন? ক্রিশ্চিয়ানোর ত্বরিত জবাব, ‘হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাছে বাংলাদেশ অতি পরিচিত এক নাম। বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা আমাদের কী মাত্রায় সমর্থন দেয়। উই লাভ বাংলাদেশ।’
ওলে, ওলে, ওলে...এ গান এত কর্ণভেদী আর এত শক্তিশালী, এত দিন শুধু দূর থেকেই জানা হয়েছে। পরশু সেটি খুব কাছ থেকে দেখা হলো। মাঠে আর্জেন্টিনা-সমর্থকদের উত্তেজনা, প্রিয় দলের প্রতি তাদের ভালোবাসা-সমর্থনের প্রকাশটা কেমন, সেটি দেখার সুযোগ হলো। সেটিও আবার নিউজার্সির ৮২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন মেটলাইফ স্টেডিয়ামে।
মার্কিন মুলুকে আসা মূলত টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করতে। যুক্তরাষ্ট্র-পর্বের পর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এখন সেটির শেষ অংশ মঞ্চস্থ হওয়ার অপেক্ষা। সুপার এইট থেকে বাংলাদেশ দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর টুর্নামেন্ট কাভার করতে আসা অধিকাংশ বাংলাদেশি সাংবাদিকের মতো এই প্রতিবেদকেরও সময় হয়েছে দেশে ফেরার। নিউইয়র্ক থেকে ফেরার আগে আকস্মিকভাবে সুযোগ মিলে গেল কোপা আমেরিকায় আর্জেন্টিনা-চিলি ম্যাচটি গ্যালারিতে বসে দেখার। আরও একটি কারণে ম্যাচটি দেখা, বিশ্বকাপ ফাইনাল আয়োজনে কেন এই মাঠকেই বেছে নিয়েছে ফিফা, সেটিও বোঝার চেষ্টা।
নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামটা আর্জেন্টিনার সমর্থকদের কাছে একচিলতে বেদনার ভিটেমাটিও। এ স্টেডিয়ামেই ২০১৬ সালে কোপার শতবর্ষী আসরের ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে হারের যন্ত্রণা সইতে না পেরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছিলেন মেসি। আর্জেন্টাইন সুপারস্টার পরে আবার ফিরেছেন এবং তাঁর অর্জনের খাতায় কী কী যোগ হয়েছে, সেসব তো জানাই। কাল সেই চিলির বিপক্ষে মেটলাইফে আরেকটি কোপার ম্যাচে কী করে মেসির আর্জেন্টিনা, সেটাই ছিল দেখার।
ম্যাচ শুরুর আগেই স্টেডিয়ামে চিলির লাল জার্সি পরিহিত দর্শকেরা যেন লীন হয়ে গেল আর্জেন্টিনার আকাশি-সাদা জার্সির স্রোতে। ‘ভামোস আর্হেন্তিনা-আর্হেন্তিনা’ আর ‘মেসি-মেসি-মেসি’ কোরাস ম্যাচজুড়ে; তাতে বিশাল স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চিলির দর্শকদের লাল লাল কিছু বিন্দুর মতো দেখায়। ভ্রমরের গুঞ্জনের মতো ওলে-ওলে গানের সুরে কেমন এক অদ্ভুত মাদকতা তৈরি করে চারদিকে। কাছাকাছি বসা এক চিলিয়ান নারী সমর্থক নিয়ে এসেছেন ছোট্ট দুই শিশুপুত্রকে। দুই খুদে সমর্থকের একজনের গায়ে মেসির ‘১০’ নম্বর জার্সি, আরেকজনের গায়ে চিলিয়ান তারকা অ্যালেক্সিস সানচেজের।
ম্যাচের প্রথমার্ধ যায়, দ্বিতীয়ার্ধও প্রায় শেষ হয়ে আসে, আর্জেন্টিনা কেন যেন চিলির গোলমুখ খুলতে পারছিল না। মেসিকে অধিকাংশ সময়ে ছোট ছোট পায়ে হেঁটেই বেড়াতে দেখা গেল। তাঁর কাছে বল আসার পকেটগুলো কড়া পাহারায় বন্ধ করে রেখেছিল চিলিয়ান জমাট রক্ষণ। তবু বল এলেই বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জাদুকর তাঁর পায়ের জাদু দেখানোর সর্বোচ্চ চেষ্টাই করেছেন। আর মেসির পায়ে বল মানেই বিশাল গ্যালারি কেঁপে ওঠা। চিলির ডিফেন্ডারের বাজে ট্যাকলে মেসি পড়ে গেলে ‘উউউউ...’ বলে বিকট আওয়াজ। আবার এমিলিয়ানো মার্তিনেজ ত্রাতা হয়ে দলকে রক্ষা করলে স্বস্তির করতালি। তাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত আসে ম্যাচের একেবারে শেষ দিকে মেসির কর্নারে রিবাউন্ড শটে লাওতারো মার্তিনেজ গোল করলে। সেই গোলের পর যখন ভিএআর চেক হচ্ছিল, তখন আর্জেন্টিনা-সমর্থকদের দুরুদুরু অপেক্ষাটাও ছিল দেখার মতো।
সবকিছু ছাপিয়ে আর্জেন্টিনা-সমর্থকেরা ঘরে ফিরেছে ম্যাচ জয় আর কোপার কোয়ার্টার ফাইনালে ওঠার আনন্দ নিয়ে। ঠিক দুই বছরে এ মাঠে যখন বিশ্বকাপের ফাইনাল হবে, আর্জেন্টিনাকে দেখা যাবে তো? গ্যালারি থেকে বের হতে হতে আর্জেন্টাইন সমর্থক ক্রিশ্চিয়ানো আশাবাদী, আর্জেন্টিনা আবারও ফাইনালে উঠবে। বাংলাদেশের নাম শুনেছেন? ক্রিশ্চিয়ানোর ত্বরিত জবাব, ‘হ্যাঁ, হ্যাঁ, আমাদের কাছে বাংলাদেশ অতি পরিচিত এক নাম। বিশ্বকাপের সময় সোশ্যাল মিডিয়ায় দেখেছি, তারা আমাদের কী মাত্রায় সমর্থন দেয়। উই লাভ বাংলাদেশ।’
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
১০ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
১ ঘণ্টা আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে