দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!
দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!
গতকাল শেষ হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন ডেভিড বুন। তাঁর নতুন পরিচয় এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার বোর্ড পরিচালক। যদিও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি কিংবদন্তি এই ক্রিকেটার।
৬ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বার্সেলোনা। ফিরতি লেগে ৬ মে সান সিরোতে মুখোমুখি হবে দুই দল। তবে মিলানে যাওয়ার আগে ধাক্কা খেল বার্সা। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন দলটির তারকা ডিফেন্ডার জুলস কুন্দে।
৮ ঘণ্টা আগেব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে...
৯ ঘণ্টা আগেগ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে শঙ্কাটা গতকালই তৈরি হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টসের সময় পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ার উল্লেখ করেছিলেন ম্যাক্সওয়েলের আঙুলে চিড় ধরার কথা। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
১১ ঘণ্টা আগে