নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
নতুন মৌসুমের জন্য অন্যান্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন মুজাফ্ফরভ। কিন্তু মোহামেডানকে ভালোবেসে থেকে যান তিনি। ফেসবুকে উজবেকিস্তানের এই মিডফিল্ডার বলেন, ‘আমি এ নিয়ে অনেক ভেবেছি, অন্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু যে ক্লাবকে (মোহামেডান) আমি ভালোবাসি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবারও চ্যাম্পিয়ন হব এবং মোহামেডানের হয়ে ইতিহাস লেখার ধারা চালিয়ে যাব।’
মোহামেডানের হয়ে গত প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৩ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট করেছেন মুজাফ্ফরভ। তাঁর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি আর কোনো ফুটবলার। মুজাফ্ফরভকে রেখে দেওয়ার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী লিমিটেড থেকে সুমন রেজাকে দলে ভেড়াচ্ছে মোহামেডান। গত মৌসুমে আবাহনীর হয়ে ৯ ম্যাচে ৩ গোল করেন সুমন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মোহামেডানের সঙ্গে কথাবার্তা হয়েছে আমার। এখন টাঙ্গাইল আছি। ঢাকায় ফেরার চুক্তি সই করব।’
আর্থিক সংকটের কারণে গত মৌসুমে দল সাজাতে অনেক হিমশিম খেতে হয় আবাহনীর। তবু টেবিলের দুইয়ে থেকে লিগ শেষ করে তারা। এবার অবশ্য অনেকটা আটঘাট বেঁধেই নামছে। বসুন্ধরা কিংস থেকে দলে ভিড়িয়েছে শেখ মোরসালিনকে। মূলত গেমটাইমের কারণেই আবাহনীতে যোগ দিয়েছেন মোরসালিন। বসুন্ধরার সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টেনে তিনি বলেন, ‘এক স্মরণীয় অধ্যায়ের ইতি ঘটল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা ও প্রতিটি উল্লাসের জন্য কৃতজ্ঞ। বসুন্ধরা কিংসকে ধন্যবাদ। সবসময় আমার গল্পের একটি অংশ হয়ে থাকবে তা।’
লিগে গত মৌসুমে শুরুর একাদশে কিংসের হয়ে নিয়মিত ছিলেন না মোরসালিন। ১০ ম্যাচ খেলে হ্যাটট্রিকসহ গোল করেছেন চারটি। তাও শেষ দুই ম্যাচে। গত মৌসুমে স্থানীয় ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করা আল আমিন পুলিশ ছেড়ে যোগ দিচ্ছেন আবাহনীতে। গুঞ্জন আছে, ধানমন্ডির ক্লাবটিতে দেখা যেতে পারে ৬ বছর মোহামেডানে কাটানো দিয়াবাতেকেও। তাকে প্রস্তাব পাঠিয়েছে আবাহনী।
ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। তবে আবাহনী অনুশীলন শুরু করছে আজই। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২৩ বছর পর লিগ জিতে গত মৌসুম শেষ করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমের দলবদলে তাই তাদের ওপরই চোখ বেশি। শুরুতে অবশ্য অবাক করে দলের দীর্ঘদিনের সৈনিক সুলেমান দিয়াবাতের সঙ্গে নতুন চুক্তি না করে। তবে মুজাফ্ফর মুজাফ্ফরভকে ধরে রেখেছে সাদা-কালোরা।
নতুন মৌসুমের জন্য অন্যান্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলেন মুজাফ্ফরভ। কিন্তু মোহামেডানকে ভালোবেসে থেকে যান তিনি। ফেসবুকে উজবেকিস্তানের এই মিডফিল্ডার বলেন, ‘আমি এ নিয়ে অনেক ভেবেছি, অন্য ক্লাব থেকেও প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু যে ক্লাবকে (মোহামেডান) আমি ভালোবাসি সেখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা আবারও চ্যাম্পিয়ন হব এবং মোহামেডানের হয়ে ইতিহাস লেখার ধারা চালিয়ে যাব।’
মোহামেডানের হয়ে গত প্রিমিয়ার লিগে ১৭ ম্যাচে ৩ গোলের পাশাপাশি ৯ অ্যাসিস্ট করেছেন মুজাফ্ফরভ। তাঁর চেয়ে বেশি অ্যাসিস্ট করতে পারেননি আর কোনো ফুটবলার। মুজাফ্ফরভকে রেখে দেওয়ার পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব আবাহনী লিমিটেড থেকে সুমন রেজাকে দলে ভেড়াচ্ছে মোহামেডান। গত মৌসুমে আবাহনীর হয়ে ৯ ম্যাচে ৩ গোল করেন সুমন। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘মোহামেডানের সঙ্গে কথাবার্তা হয়েছে আমার। এখন টাঙ্গাইল আছি। ঢাকায় ফেরার চুক্তি সই করব।’
আর্থিক সংকটের কারণে গত মৌসুমে দল সাজাতে অনেক হিমশিম খেতে হয় আবাহনীর। তবু টেবিলের দুইয়ে থেকে লিগ শেষ করে তারা। এবার অবশ্য অনেকটা আটঘাট বেঁধেই নামছে। বসুন্ধরা কিংস থেকে দলে ভিড়িয়েছে শেখ মোরসালিনকে। মূলত গেমটাইমের কারণেই আবাহনীতে যোগ দিয়েছেন মোরসালিন। বসুন্ধরার সঙ্গে তিন বছরের সম্পর্কের ইতি টেনে তিনি বলেন, ‘এক স্মরণীয় অধ্যায়ের ইতি ঘটল। প্রতিটি মুহূর্ত, প্রতিটি শিক্ষা ও প্রতিটি উল্লাসের জন্য কৃতজ্ঞ। বসুন্ধরা কিংসকে ধন্যবাদ। সবসময় আমার গল্পের একটি অংশ হয়ে থাকবে তা।’
লিগে গত মৌসুমে শুরুর একাদশে কিংসের হয়ে নিয়মিত ছিলেন না মোরসালিন। ১০ ম্যাচ খেলে হ্যাটট্রিকসহ গোল করেছেন চারটি। তাও শেষ দুই ম্যাচে। গত মৌসুমে স্থানীয় ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ১০ গোল করা আল আমিন পুলিশ ছেড়ে যোগ দিচ্ছেন আবাহনীতে। গুঞ্জন আছে, ধানমন্ডির ক্লাবটিতে দেখা যেতে পারে ৬ বছর মোহামেডানে কাটানো দিয়াবাতেকেও। তাকে প্রস্তাব পাঠিয়েছে আবাহনী।
ঘরোয়া ফুটবলের মৌসুম শুরু হবে ১২ সেপ্টেম্বর। তবে আবাহনী অনুশীলন শুরু করছে আজই। ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ কাপের প্লে অফে ঢাকার জাতীয় স্টেডিয়ামে কিরগিজস্তানের ক্লাব এফসি মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৯ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৩১ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে